গত শনিবার কলকাতার একটি হাসপাতালে পায়ে অস্ত্রোপচার হয়েছে নাবীব নেওয়াজ জীবনের। বর্তমানে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে হোটেলেই আছেন তিনি। করোনা ভাইরাসের কারণে একাই চিকিৎসা করতে ভারতে যান বাংলাদেশ জাতীয় দলের এ ফরোয়ার্ড। কঠিন এই সময়ে জীবন পাশে পেয়েছেন ভারত জাতীয় দলের ডিফেন্ডার প্রীতম কোটালকে। 

জীবন কলকাতায় যাওয়ার পর থেকেই তাকে সময় দিয়েছেন প্রীতম। অপারেশনের দিন থেকে শুরল্ফম্ন করে প্রতিদিনই জীবনকে দেখতে গিয়েছেন তিনি। মাঠের লড়াইয়ে প্রতিপক্ষ হলেও অসুস্থতার সময়ে প্রীতমের সহযোগিতা পাওয়ায় খুশি জীবন। কলকাতা থেকে গতকাল সমকালের সঙ্গে তিনি বলেন,'করোনা ভাইরাসের কারণে আমি কলকাতায় একাই এসেছিলাম। ডাক্তার আমার অস্ত্রোপচার করার সিদ্ধান্ত্ম নেওয়ার পর একটু ঘাবড়ে গিয়েছিলাম। তবে এখানে (কলকাতায়) প্রীতম আমাকে যথেষ্ট সাপোর্ট দিয়েছে। শুরু থেকে সে আমার খেয়াল রেখেছে। চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা ছাড়াও নানা ভাবে সে আমাকে সাহায্য করেছে। আমি এখন হোটেলে আছি,এই করোনার মধ্যেও সে আমার সঙ্গে দেখা করছে। আমি প্রীতমের ব্যবহাওে মুগ্ধ।'

অস্ত্রোপচারের পর হোটেলে থাকা জীবনের বুধবারই ঢাকায় ফেরার কথা ছিল। কিন্তু সরকার ঘোষিত লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানোর কারণে ঢাকায় ফেরা নিয়ে দুশ্চিন্তায় আবাহনী লিমিটেডের এ ফুটবলার। জীবন জানিয়েছেন তার দেশি ফেরার জন্য চেষ্টা কওে যাচ্ছেন প্রীতম।