- খেলা
- স্লো ওভার রেটের কারণে রোহিতের ১২ লাখ রুপি জরিমানা
স্লো ওভার রেটের কারণে রোহিতের ১২ লাখ রুপি জরিমানা

ফাইল ছবি
আইপিএলে মঙ্গলবার দিল্লি ক্যাপিটালসের কাছে ৬ উইকেটে হেরেছে মুম্বাই ইন্ডিয়ান্স। হারের সঙ্গে স্লো ওভার রেটের কারণে ১২ লাখ রুপি জরিমানা গুনতে হচ্ছে মুম্বাই অধিনায়ক রোহিত শর্মাকে।
এবারের আসরে এর আগে চেন্নাই সুপর কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকেও একই পরিমাণ অর্থ জরিমানা করা হয়।
ম্যাচের প্রথম ইনিংসে ৪৪ রানের ইনিংস খেলা রোহিত মুম্বাইয়ের ফিল্ডিংয়ের সময় হালকা চোটের কারণে মাঠে নামেননি। দলকে নেতৃত্ব দিয়েছেন কিয়েরন পোলার্ড। সবচেয়ে মজার বিষয় হলো, মাঠে না থেকেও স্লো ওভার রেটের কারণে জরিমানা গুনতে হয়েছে রোহিতকে। আইপিএলের মন্থর ওভার রেটের নিয়মে, আসরে এমনটা প্রথমবার হলে এই অর্থ জরিমানা গুনতে হবে।
দ্বিতীয়বারের ক্ষেত্রে অধিনায়ককে ২৪ লাখ রুপি ও একাদশের বাকিদের ম্যাচ ফির ২৫ শতাংশ বা ৬ লাখ রুপি জরিমানা করা হবে। একই আসরে তৃতীয়বার হলে, অধিনায়ককে ৩০ লাখ রুপি জরিমানা করা হবে। সঙ্গে এক ম্যাচ নিষিদ্ধও করা হবে। আর একাদশের বাকিদের জরিমানা দিতে হবে ম্যাচ ফির ৫০ শতাংশ বা ১২ লাখ রুপি।
মন্তব্য করুন