- খেলা
- জিম্বাবুয়েকে হারিয়ে বাবরের রেকর্ড
জিম্বাবুয়েকে হারিয়ে বাবরের রেকর্ড

জিম্বাবুয়েকে হারিয়ে পাক ক্রিকেটারদের উল্লাস
জিম্বাবুয়ের ইনিংস ব্যবধানে হারটা আগের দিনই নিশ্চিত হয়ে গিয়েছিল। অবশিষ্ট একটি উইকেট তুলে জয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে সোমবার সকালে কুড়ি মিনিটের বেশি সময় নেয়নি পাকিস্তান।
ইনিংস ও ১৪৭ রানের জয় দিয়ে জিম্বাবুয়েকে ২-০-তে হোয়াইটওয়াশ করার পাশাপাশি কয়েকটি রেকর্ডও বাগিয়ে নিয়েছে বাবর আজমের দল।
পাকিস্তানের এটা টানা ষষ্ঠ সিরিজ জয়। বছরের শুরুতে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ও টি২০ সিরিজ জয়ের পর প্রোটিয়াদের মাঠে ফিরতি সফরেও ওয়ানডে ও টি২০ সিরিজে জেতে তারা। এরপর জিম্বাবুয়ের বিপক্ষে টি২০ ও টেস্ট সিরিজ জিতে আফ্রিকান সাফারির পূর্ণতা দিলেন তারা। এর মধ্যে বাবর আজম আবার অধিনায়ক হিসেবে প্রথম চার টেস্ট জয়ের স্বাদ নিলেন। পাকিস্তানের কোনো অধিনায়কের এমন সূচনার রেকর্ড নেই। অধিনায়ক হিসেবে অভিষেকের পর পাকিস্তানিদের মধ্যে কেবল টানা দুই টেস্টে জয়ের নজির ছিল এতদিন। আর সব মিলিয়ে বাবর হলেন অধিনায়ক হিসেবে প্রথম চার টেস্ট জেতা অষ্টম ক্রিকেটার।
দ্বিতীয় ইনিংসে পাঁচটি করে উইকেট নিয়ে জিম্বাবুয়েকে গুটিয়ে দিয়েছেন শাহিন আফ্রিদি ও নুমান আলী। প্রথম ইনিংমে ৫ উইকেট নিয়েছিলেন হাসান আলী। ১৯৯৩ সালের পর এই প্রথম কোনো এক টেস্টে তিন বোলার ৫ উইকেট শিকার করলেন। তবে ম্যাচসেরা হয়েছেন ডাবল সেঞ্চুরিয়ান আবিদ আলী। আর দুই টেস্টে ১৪ উইকেট নিয়ে সিরিজসেরার পুরস্কার পেয়েছেন পেসার হাসান আলী।
মন্তব্য করুন