ক্রিশ্চিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদ ছেড়ে ইতালিতে গিয়েছিলেন জুভেন্তাসকে ইউরোপসেরা বানানোর মিশন নিয়ে। কিন্তু ইউরোপসেরা তো দূরের বিষয়, আগামী মৌসুমে তাদের চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিয়েই অনিশ্চয়তা তৈরি হয়েছে। 

টানা নয়বার সিরি-এ জেতা জুভেন্তাস এবার শিরোপা লড়াই থেকে ছিটকে গেছে অনেক আগেই। গত রোববার এসি মিলানের কাছে ৩-০ গোলে হেরে সেরা চারের লড়াই থেকেও বেশ পিছিয়ে গেছে। এ হারে তারা পঞ্চম স্থানে নেমে গেছে। আর এসি মিলান ৩৫ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে উঠে এসেছে তৃতীয় স্থানে। তারা সাত মৌসুম পর চ্যাম্পিয়ন্স লিগে ফেরার সম্ভাবনা তৈরি করেছে। ৩৫ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে ন্যাপোলি আছে চতুর্থ স্থানে। 

সমান সংখ্যক ম্যাচে জুভেন্তাসের পয়েন্ট ৬৯। তাদের ম্যাচ বাকি আছে তিনটি করে। তাই জুভেন্তাসের জন্য সেরা চারে থাকাটা চ্যালেঞ্জিং হয়ে গেছে। রোনালদোদের চোখ এখন চার নম্বরে থাকা ন্যাপোলির দিকে।