- খেলা
- ভারত ও আফগানিস্তানকে টার্গেট জামালের
বিশ্বকাপ বাছাইপর্ব
ভারত ও আফগানিস্তানকে টার্গেট জামালের
ছুটি কাটিয়ে ক্যাম্পে ফুটবলাররা

ঈদের আগে শুরু হয় জাতীয় ফুটবল দলের ক্যাম্প। কিন্তু বসুন্ধরা কিংস তাদের খেলোয়াড় ছাড়েনি। সবকিছু বিবেচনা করে ঈদের ছুটি দিয়ে ক্যাম্প বন্ধ করে দেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ছুটি কাটিয়ে গতকাল ক্যাম্পে ফিরেছেন জামাল ভূঁইয়া-আশরাফুল ইসলাম রানারা। তবে ৩৩ সদস্যের দলে সবাই যোগ দিলেও ইনজুরি আক্রান্ত বিশ্বনাথ ঘোষ যোগ দিতে পারেননি। ২০২২ কাতার বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপ বাছাইপর্বের জন্য ২১ কিংবা ২২ মে কাতারে রওনা দেওয়ার কথা বাংলাদেশ দলের। গত ১০ মে ঢাকায় এসে কোয়ারেন্টাইনে ছিলেন কোচ জেমি ডে। কোয়ারেন্টাইন শেষ হওয়া জেমি আজ শিষ্যদের নিয়ে নেমে পড়বেন বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতিতে। আফগানিস্তান, ভারত ও ওমানের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশের তিনটি ম্যাচ বাকি রয়েছে। ৩ জুন আফগানিস্তান, ৭ জুন ভারত এবং ১৫ জুন ওমানের বিপক্ষে খেলবে লাল-সবুজের দলটি। আপাতত ভারত ও আফগানিস্তানকে হারানোর লক্ষ্য নির্ধারণ করেছেন অধিনায়ক জামাল ভূঁইয়া।
গত বছরের ডিসেম্বরে কাতারে গিয়ে দেশটির বিপক্ষে বাছাইপর্বের ম্যাচ খেলেছিল বাংলাদেশ। এরপর মার্চে নেপালে ত্রিদেশীয় টুর্নামেন্টে খেলা বাংলাদেশ দল আবারও এক ছাদের নিচে। এবার মিশনটা অনেক কঠিন। প্রতিযোগিতাও অনেক বড়, যেখানে দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা দল ভারতের বিপক্ষেও খেলতে হবে লাল-সবুজের দলটিকে। এখন পর্যন্ত বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের প্রাপ্ত একটি পয়েন্ট এই ভারতের বিপক্ষেই। আর আফগানিস্তানের কাছে হেরেছিল ১-০ গোলে। আরেক প্রতিপক্ষ ওমান বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে। করোনাভাইরাসের কারণে হোম অ্যাডভান্টেজ হারানো বাংলাদেশ দল এখন কাতারের মাটিতে ভালো কিছু করার স্বপ্ন দেখছে। তিন ম্যাচের মধ্যে ভারত ও আফগানিস্তানের বিপক্ষে জয়ের আশাও করছেন জামাল ভূঁইয়া। যদিও র্যাঙ্কিংয়ে বাংলাদেশের (১৮৪) চেয়ে অনেক এগিয়ে ভারত (১০৫) ও আফগানিস্তান (১৪৯)। কিন্তু র্যাঙ্কিংয়ের এই ব্যবধান মাথায় নিচ্ছেন না জামাল। তার কাছে র্যাঙ্কিং শুধুই একটা সংখ্যা। ৩১ বছর বয়সী এই মিডফিল্ডারের দাবি শক্তির বিচারে এই দুই দলের কেউই বাংলাদেশের চেয়ে খুব একটা এগিয়ে নেই, 'আমি আগেও বলেছি ভারত ও আফগানিস্তানের খেলোয়াড়রা আমাদের মতোই। আমার প্রত্যাশা ভালো একটা লড়াই; ভালো একটা ম্যাচ। আমার মনে হয়, আমরা ওদের বিপক্ষে জিততে পারি। কারণ ওরা এত ভালো দল নয়।'
ভারত ও আফগানিস্তানের বিপক্ষে আগে জিততে না পারার জন্য ভাগ্যকেই দুষছেন জামাল ভূঁইয়া, 'তাদের বিপক্ষে আগে জিততে না পারার কারণ ব্যাড লাক। আফগানিস্তানের বিপক্ষে আমরা প্রথম লেগে যখন খেলেছি, অনেক সুযোগ মিস করেছি। ভারতের বিপক্ষে আমরা শেষ মুহূর্তে গোল খেয়েছি। এটা আমাদের দুর্ভাগ্য। ওরা বল বেশি নিয়ন্ত্রণ করবে কিন্তু আমরা প্রতি-আক্রমণে ভালো।'
লক্ষ্য পূরণের জন্য ক্যাম্পে সবাইকে কঠোর পরিশ্রম করতে হবে বলে মনে করেন ডেনমার্ক প্রবাসী এ ফুটবলার, 'আমার চাওয়া হাই লেভেলের ক্যাম্প, যেখানে সবকিছু ঠিকঠাক থাকতে হবে। সবাই তো ভালো ফল প্রত্যাশা করছে। আমিও তা-ই চাই। ক্যাম্পে সব ঠিকঠাক থাকতে হবে।'
মন্তব্য করুন