- খেলা
- ন্যু ক্যাম্পে শেষ ম্যাচ খেলে ফেলেছেন মেসি?
ন্যু ক্যাম্পে শেষ ম্যাচ খেলে ফেলেছেন মেসি?

তাহলে কি ন্যু ক্যাম্পে শেষ ম্যাচ খেলে ফেলেছেন লিওনেল মেসি? সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচের আগেও আলোচনা হয়েছে এটা। লা লিগায় সেল্টার কাছে ২-১ গোলে হারার পর সেটা আরও বেশি উচ্চারিত হচ্ছে। স্প্যানিশ লা লিগায় বার্সেলোনার শিরোপা স্বপ্ন শেষ হয়ে যাওয়ায় মেসির ক্লাব ছাড়ার গুঞ্জনটি আরও বেশি উঠেছে। সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচটি ন্যু ক্যাম্পে মেসির শেষ ম্যাচ খেলেছেন- এমনটা মনে করছেন না বার্সা কোচ রোনাল্ড কোম্যান। ২২ মে এইবারের মাঠেই হয়তো বার্সেলোনার জার্সিতে মেসির শেষ ম্যাচ।
৩০ জুন বার্সেলোনার সঙ্গে মেসির চুক্তির মেয়াদ শেষ। এখন পর্যন্ত ক্লাবটির সঙ্গে নতুন চুক্তি নিয়ে কোনো কথা বলেননি মেসি। গত বছর ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিলেও চুক্তির মারপ্যাঁচে আটকে যাওয়ায় শেষ পর্যন্ত থেকে যান বার্সেলোনাতেই। কিন্তু চলতি মৌসুমে কাতালানরা শুধু কোপা দেল রে জেতায় স্প্যানিশ এ ক্লাবটিতে মেসির ভবিষ্যৎ নিয়ে সন্দিহান অনেকেই। স্প্যানিশ গণমাধ্যমের খবর অনুযায়ী, বার্সেলোনা ক্লাব কর্তারা খুব করে চাইলেও নতুন চুক্তি করা নিয়ে খুব একটা আগ্রহ নেই আর্জেন্টাইন তারকার।
সোমবার সেল্টার বিপক্ষে গোলটি ছিল এই মৌসুমে লিগে তার ৩০তম গোল। সর্বশেষ ১২ আসরে এ নিয়ে এক মৌসুমে করেছেন ৩০ বা তার চেয়ে বেশি গোল। পিচিচি ট্রফি জয়ের আরও কাছে চলে গেছেন তিনি। সেল্টা ম্যাচ দিয়ে মেসি করেন ট্রিপল সেঞ্চুরি। লা লিগায় তিনশ ভিন্ন ম্যাচে করলেন অন্তত এক গোল। মেসির এমন অসাধারণ পারফরম্যান্সের পরও ধুঁকছে বার্সেলোনা। মেসি থাকা অবস্থায় দলের এই অবস্থা। না থাকলে কী হবে? সেটা ভেবেই কুল পাচ্ছেন না কোম্যান। ম্যাচের পর সংবাদ সম্মেলনে মেসির বার্সা থাকা নিয়ে প্রশ্নের উত্তরও দিতে হয়েছে তাকে, 'মেসির ক্যাম্প ন্যু শেষ ম্যাচ ছিল কিনা? আশা করি না। আজও (সোমবার) সেল্টার বিপক্ষে ম্যাচে সে তার কার্যকারিতা দেখিয়েছে এবং সে এখনও বিশ্বসেরা। তাকে ছাড়া খেলা অসম্ভব। লিও একাই খেলছে, ম্যাচ জেতাচ্ছে, পয়েন্ট এনে দিচ্ছে। আমাদের আরও কয়েকজন গোল করা খেলোয়াড়ের প্রয়োজন। লিও ৩০ গোল করেছে এবং আমাদের অনেক পয়েন্ট এনে দিয়েছে। কিন্তু তার ভবিষ্যৎ নিয়ে প্রশ্নটা তাকেই করতে হবে। আমার ও ক্লাবের দিক থেকে আশা করি সে এখানেই থাকবে। কারণ যদি লিও না থাকে, আমাদের জানা নেই গোলগুলো কে করবে।'
মন্তব্য করুন