- খেলা
- রিয়াল ছাড়ার গুঞ্জন উড়িয়ে দিলেন জিদান
রিয়াল ছাড়ার গুঞ্জন উড়িয়ে দিলেন জিদান

স্প্যানিশ সংবাদমাধ্যমের দাবি, গত সপ্তাহেই নাকি দলের সবার কাছ থেকে বিদায় নিয়েছেন জিনেদিন জিদান। মৌসুম শেষেই রিয়াল মাদ্রিদের কোচের পদে আর থাকছেন না তিনি।
বিভিন্ন মিডিয়ার এমন খবরে মনে হয়েছে যে, খুব শিগগিরই রিয়াল ছাড়ার ঘোষণা আনুষ্ঠানিকভাবে দেবেন জিদান। কিন্তু সোমবার লা লিগায় অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ১-০ গোলে জয়ের পর সংবাদ সম্মেলনে রিয়ালকে বিদায় বলে দেওয়ার খবরটি পুরোপুরি অস্বীকার করেছেন জিদান, 'আমি কীভাবে ছেলেদের বলি যে আমি এখন বিদায় নিচ্ছি?
এখন আমরা শিরোপা জিততে সবটুকু উজাড় করে দিচ্ছি। আর এখন সবাইকে কীভাবে বলি যে বিদায় আসন্ন।'
মন্তব্য করুন