শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে একের পর এক উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ ক্রিকেট দল। তার মধ্যেও আশার আলো দেখাচ্ছিল মোসাদ্দেক হোসেন সৈকতের ব্যাটে। তবে অর্ধশতক করার পর বেশিক্ষণ টিকতে পারলেন না তরুণ ব্যাটসম্যান।

৩১ ওভার ৪ বলের মাথায় রমেশ মেন্ডিসের বলে সেই একই ভুল করেন মোসাদ্দেকও। ডানহাতি ব্যাটসম্যান ঘুরিয়ে লেগশট মারতে গিয়ে ক্যাচ তুলে দেন। আর এতেই পতন হয় আরও একটি উইকেটের। এ দিন ৭১ বলে ৫১ রানের ইনিংস খেলে দলের ভরাডুবিতে অনেকটাই পথ দেখিয়ে গেছেন সৈকত।

এখন আফিফকে নিয়ে দলের হাল ধরেছেন নির্ভরযোগ্য ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ। ৩৫ ওভার শেষে ৩৫ বলে মাহমুদুল্লাহর রান ২৬। আর ১১ বলে ১৩ রান করে মাঠে টিকে আছেন আফিফ হোসেন।

তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে ২৮৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ৩৫ ওভার শেষে বাংলাদে্শের সংগ্রহ ১৪৬ রান।