- খেলা
- ওয়াইল্ড কার্ডে অলিম্পিকে যাচ্ছেন শুটার বাকী
ওয়াইল্ড কার্ডে অলিম্পিকে যাচ্ছেন শুটার বাকী

আব্দুল্লাহ হেল বাকি- ফাইল ছবি
আন্তর্জাতিক অলিম্পিক কমিটির কাছে দুটি ওয়াইল্ড কার্ডের আবেদন করেছিল বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশন। একটি ছেলেদের, আরেকটি মেয়েদের ওয়াইল্ড কার্ড চেয়েছিল ফেডারেশন। অনেক দেনদরবার করার পর শেষ পর্যন্ত একটি ওয়াইল্ড কার্ড পেয়েছে শুটিং।
২০১৬ রিও অলিম্পিকের পর টোকিও অলিম্পিকে শুটিং থেকে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন আব্দুল্লাহ হেল বাকি।
শুক্রবার শুটিং ফেডারেশনকে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। আরচার রোমান সানা নিজ যোগ্যতায় অলিম্পিকে খেলার টিকিট পেয়েছেন। সাঁতার থেকে জুনাইনা আহমেদ ও আরিফুল ইসলাম এবং অ্যাথলেটিকস থেকে জহির রায়হান অলিম্পিকে খেলার জন্য ওয়াইল্ড কার্ড পেয়েছেন।
কমনওয়েলথ গেমসে রৌপ্য জয়ী বাকী ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে টোকিও অলিম্পিকে খেলবেন। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির অধীনে বৃত্তির আওতায় থাকা বাকীর অলিম্পিক টিকিট নিশ্চিতের অন্যতম কারণ ছিল আন্তর্জাতিক অভিজ্ঞতা। তাই তো শুটার শাকিল আহমেদ, রিসালাত ও দিশা ওয়াইল্ড কার্ডের দৌড়ে থাকলেও শেষ পর্যন্ত বাকীকে বেছে নেয় আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। টানা দুটি অলিম্পিকে খেলার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত শুটার বাকী, 'টোকিওতে যেতে পারব কিনা, তা নিয়ে ক'মাস ধরেই দুশ্চিন্তায় ছিলাম। অবশেষে সুখবর পেলাম। আমার জন্য এটা অবশ্যই অনেক আনন্দের। এবার নির্ভার হয়ে অনুশীলন করতে পারব।'
রিও ডি জেনেরিও অলিম্পিকে ১০ মিটার এয়ার রাইফেলে বাকি ৬২১.২ স্কোর করে বাছাইপর্বে হয়েছিলেন ২৫তম। তবে এবার স্কোরকে আরও উন্নতি করতে চান এ শুটার, 'আমি টোকিওতে ৬২৭ থেকে ৬২৮ স্কোর করতে চাই। এই স্কোরে আশা করি বাছাইপর্ব পার হতে পারব।'
মন্তব্য করুন