- খেলা
- অনন্য উচ্চতায় রোনালদো
অনন্য উচ্চতায় রোনালদো

অনন্য উচ্চতায় ক্রিস্টিয়ানো রোনালদো। ইউরোতে ফ্রান্সের বিপক্ষে জোড়া গোল করে পর্তুগালকে তুলেছেন ইউরোর শেষ ষোলোয়। পাশাপাশি গড়লেন নিজের জন্য রেকর্ডও।
পেনাল্টি থেকে করা দুটি গোলে রোনালদো ছুঁয়ে ফেলেছেন ইরানের কিংবদন্তি আলী দাইয়ির একটি রেকর্ড। ১০৯ গোল নিয়ে যৌথভাবে এ দুইজনই আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা।
বিশ্বকাপ ও ইউরো চ্যাম্পিয়নশিপ মিলিয়ে সবচেয়ে বেশি গোলের রেকর্ডটি এখন রোনলালদোর একার। জার্মানির সাবেক স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসাকে পেছনে ফেলেছেন তিনি। ১৯ গোল নিয়ে এই রেকর্ডটি এত দিন ছিল ক্লোসার।
পর্তুগাল কোচ ফার্নান্দো স্যান্টোস প্রথম একাদশে বেশ কয়েকটা পরিবর্তন করেছেন। জোয়াও মউতিনহো ও রেনাতো স্যাঞ্চেসকে শুরু থেকে খেলালেন। যাতে আক্রমণের ঝাঁঝ বাড়ে। চার মিনিটে স্যাঞ্চেসের শট লক্ষ্যভ্রষ্ট হয়। রোনাল্দোর হেড বাঁচান ফ্রান্সের গোলরক্ষক হুগো লরিস।
শুরুর ধাক্কা সামলে ফ্রান্স ঘুরে দাঁড়াতে শুরু করে। পল পোগবা, আঁতোয়া গ্রিজ়ম্যান ও কিলিয়ান এমবাপে আক্রমণে চাপ বাড়তে শুরু করে পর্তুগাল রক্ষণে। চাপ সামলে ৩১ মিনিটে এগিয়ে যায় পর্তুগাল। গোলদাতা রোনালদো।
ফ্রি-কিক থেকে ফ্রান্সের পেনাল্টি বক্সে বল ভাসিয়ে দিয়েছিলেন মউতিনহো। হেড করতে লাফিয়েছিলেন দানিলো পেরেরা। বল বিপন্মুক্ত করতে গিয়ে হুগো আঘাত করেন পর্তুগাল মিডফিল্ডারের মুখে। পেনাল্টি দেন রেফারি।
দ্বিতীয়ার্ধ শুরুর দু'মিনিটের মধ্যে ফের গোল করে ফ্রান্সকে ২-১ এগিয়ে দিয়ে বেঞ্জেমা বুঝিয়ে দিল কেন ওকে বিশ্বের অন্যতম সফল স্ট্রাইকার বলা হয়। ৬০ মিনিটে রোনাল্দোই আবার পেনাল্টি থেকে ২-২ করে স্পর্শ করেন দেশের জার্সিতে সর্বাধিক গোল করা আলি দাইয়ের নজির।
মন্তব্য করুন