
৭ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ইংল্যান্ড। ছবি- এএফপি
শেষ হয়েছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ (ইউরো) ২০২০'র গ্রুপ পর্বের খেলা। ছয় গ্রুপের দুটি করে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের সঙ্গে তৃতীয় হয়ে চারটি দল জায়গা করে নিয়েছে নকআউট পর্বে। একদিনের বিরতির পর শেষ ষোলর খেলা মাঠে গড়াচ্ছে শুক্রবার রাতে।
ইউরোর ২৪ দলের মধ্যে নকআউট পর্বের টিকিট পেয়েছে ১৬টি দল। আসরে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোতে নাম লিখিয়েছে- ইতালি, বেলজিয়াম, নেদারল্যান্ডস, ইংল্যান্ড, সুইডেন ও ফ্রান্স। এ ছাড়া দ্বিতীয় দল হিসেবে নকআউটে গেছে-ওয়েলস, ডেনমার্ক, অস্ট্রেলিয়া, ক্রোয়েশিয়া, স্পেন ও জার্মানি। ছয় গ্রুপের তৃতীয় হওয়া দলগুলোর মধ্যে শীর্ষ চার দলও পেয়েছে নকআউটের টিকিট। যেখানে জায়গা পেয়েছে- পর্তুগাল, ইউক্রেন, সুইজারল্যান্ড ও চেক রিপাবলিক।
দেখে নিন কোন গ্রুপ থেকে কোন দল জায়গা করে নিয়েছে পরের রাউন্ডে এবং তাদের প্রতিপক্ষ কোন দল।
গ্রুপ-এ:
গ্রুপ পর্বের তিন ম্যাচের তিন ম্যাচ জিতে ৯ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়ে সবার আগে পরের রাউন্ড নিশ্চিত করে জায়গা করে নিয়েছে ইতালি। তিন ম্যাচে একটি করে জয়, হার ও ড্র'র পরে গোল ব্যবধানে এগিয়ে থেকে রানার্সআপ হয়ে পরের রাউন্ডে ওয়েলস। সমান ৪ পয়েন্ট হলেও গোল ব্যবধানে পিছিয়ে তিনে শেষ করেছিল সুইজারল্যান্ড। তবে অন্যান্য গ্রুপের সঙ্গে সমীকরণ মিলিয়ে তৃতীয় হয়েও পরের রাউন্ডে জায়গা করে নেয় সুইসরা।
গ্রুপ-বি:
গ্রুপ পর্বের তিন ম্যাচে জিতে ৯ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়ে নকআউটে বেলজিয়াম। ফিনল্যান্ড এবং রাশিয়ার সমান ৩ পয়েন্ট নিয়েও গোলব্যবধানে এগিয়ে থেকে রানার্সআপ হয়ে শেষ ষোলোতে পা রাখলো ডেনমার্ক।
গ্রুপ-সি:
সবকটি ম্যাচ জিতে ৯ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে নেদারল্যান্ডস। অন্যদিকে রানার্সআপ অস্ট্রিয়া ৬ পয়েন্ট নিয়ে যায় পরের রাউন্ডে। এই গ্রুপ থেকে ৩ পয়েন্ট নিয়েও তৃতীয় দল হিসেবে নকআউটে জায়গা পায় ইউক্রেন।
গ্রুপ ডি:
গ্রুপের তিন ম্যাচের দুটি জয় এবং এক ড্র'তে ৭ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়ে নকআউটে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড। প্রথম দুই ম্যাচের একটি হার ও একটি ড্র'র পর শেষ ম্যাচের জয়ে রানার্সআপ হয়ে শেষ ষোলোতে জায়গা করে নেয় ক্রোয়েশিয়া। গোলব্যবধানে পিছিয়ে থাকায় তিন নম্বরে থেকে শেষ করে চেক প্রজাতন্ত্র।
গ্রুপ ই:
দুটি জয় ও এক ড্র'তে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে জায়গা করে নেয় সুইডেন। আর তিন ম্যাচে মাত্র এক জয় ও দুটি ড্রতে করে ৪ পয়েন্ট নিয়ে স্পেন টিকিট কাটে শেষ ষোলর।
গ্রুপ এফ:
এবারের ইউরোর গ্রুপ অফ ডেথ ছিল এটি। বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স, ইউরো চ্যাম্পিয়ন পর্তুগাল এবং সাবেক বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির সঙ্গে ছিল হাঙ্গেরি। মৃত্যুকূপের এই গ্রুপ থেকে শেষ পর্যন্ত ফ্রান্স, জার্মানির সঙ্গে তৃতীয় দল হিসেবে পরের পর্বে জায়গা করে নিয়েছে পর্তুগালও।
ইউরোর শেষ ষোলোর সময়সূচি: (বাংলাদেশের সময় অনুযায়ী)
শনিবার (জুন ২৬)
ম্যাচ-১: ওয়েলস বনাম ডেনমার্ক; (গ্রুপ-এ রানার্সআপ বনাম গ্রুপ-বি রানার্সআপ) ইয়োহান ক্রুইফ অ্যারেনা, অ্যামাস্টার্ডাম, নেদারল্যান্ডস, বাংলাদেশ সময় রাত ১০টা।
রোববার (২৭ জুন)
ম্যাচ-২: ইতালি বনাম অস্ট্রিয়া, (গ্রুপ-এ চ্যাম্পিয়ন বনাম গ্রুপ-সি রানার্সআপ), ওয়েম্বলি, লন্ডন, ইংল্যান্ড, বাংলাদেশ সময় রাত ১টা।
ম্যাচ-৩: নেদারল্যান্ডস বনাম চেক প্রজাতন্ত্র, (গ্রুপ-সি চ্যাম্পিয়ন বনাম তৃতীয় দল গ্রুপ-ডি), ন্যাশনাল অ্যারেনা, বুদাপেস্ট, রোমেনিয়া; বাংলাদেশ সময় রাত ১০টা।
সোমবার (২৮ জুন)
ম্যাচ-৪: বেলজিয়াম বনাম পর্তুগাল, (গ্রুপ-বি চ্যাম্পিয়ন বনাম তৃতীয় দল গ্রুপ-এফ), এস্তাদ লা কারতুজা, সেভিয়া, স্পেন; বাংলাদেশ সময় রাত ১টা।
ম্যাচ-৫: ক্রোয়েশিয়া বনাম স্পেন, (গ্রুপ-ডি রানার্সআপ বনাম গ্রুপ-ই রানার্সআপ), পার্কেন স্টেডিয়াম, কোপেনহেগেন, ডেনমার্ক; বাংলাদেশ সময় রাত ১০টা।
মঙ্গলবার (২৯ জুন)
ম্যাচ-৬: ফ্রান্স বনাম সুইজারলান্ড, (গ্রুপ-এফ চ্যাম্পিয়ন বনাম তৃতীয় দল গ্রুপ-এ), বুচারেস্ট, রোমেনিয়া; বাংলাদেশ সময় রাত ১টা)।
ম্যাচ-৭: ইংল্যান্ড বনাম জার্মানি, (গ্রুপ-ডি চ্যাম্পিয়ন বনাম গ্রুপ-এফ রানার্সআপ); ওয়েম্বলি, লন্ডন, ইংল্যান্ড; বাংলাদেশ সময় রাত ১০টা।
বুধবার (৩০ জুন)
ম্যাচ-৮: সুইডেন বনাম ইউক্রেন (গ্রুপ-ই চ্যাম্পিয়ন বনাম তৃতীয় দল গ্রুপ-সি); হ্যাম্পডেন পার্ক, গ্ল্যাসগো, স্কটল্যান্ড; বাংলাদেশ সময় রাত ১টা)।
মন্তব্য করুন