আশঙ্কা আগে থেকেই ছিল। এবার সেটি প্রকাশ্যে। করোনা সংক্রমণ বাড়ার কারণে ইউরো আয়োজকদের সতর্ক করলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লউএইচও)। সংস্থাটি জানিয়েছে, বিধিনিষেধ শিথীল করায় কিছু কিছু এলাকায় কভিড-১৯ সংক্রমণ বাড়ছে।

ইউরোপের আঞ্চলিক অফিসে ডব্লিউএইচওর নির্বাহী পরিচালক রব বাটলার বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘কিছু আয়োজক দেশ করোনা বিধিনিষেধ শিথীল করায় আমরা উদ্বিগ্ন। টুর্নামেন্ট আয়োজন করতে যাওয়া কিছু স্টেডিয়াম এখন দর্শক প্রবেশের সংখ্যা বাড়িয়ে দিচ্ছে।’

সংস্থাটি অবশ্য সুনির্দিষ্ট কোন শহরের নাম উল্লেখ করেনি। তবে ব্রিটেন ঘোষণা করেছে টুর্নামেন্টের সেমিফাইনাল ও ফাইনাল উপলক্ষে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ৬০ হাজারেরও বেশী দর্শককে প্রবেশ করার অনুমতি দেওয়া হবে। আগের পরিকল্পনা অনুযায়ী এই সংখ্যা ছিল ৪০ হাজার।

বাটলার বলেন, ‘কিছু আয়োজক শহরে কভিড-১৯ সংক্রমণ বেড়ে গেছে। অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সংক্রমণ বৃদ্ধির ঘটনাকে সংকেত হিসেবে নিয়ে কাজ করতে হবে। পরীক্ষা বাড়িয়ে, কন্টাক্ট ট্রেসিং বাড়িয়ে, উচ্চমাত্রার টিকা প্রয়োগের মাধ্যমে নাজুক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হলেও সেটি ঝুঁকিতে পড়তে যাচ্ছে।’

ইউরোর কারণে ডেনমার্কে অন্তত ২৯টি সংক্রমণ ধরা পড়েছে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, যাদের মধ্যে করোনা ধরা পড়েছে, তারা ইউরোর ম্যাচ উপভোগ করেন কোনো রকম সতর্কতামূলক ব্যবস্থা ছাড়াই। বুধবার এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছে দেশটির স্বাস্থ্য কর্মকর্তা আনেত্তে লিক্কে পেট্রি। আগামীতে মানুষের মধ্যে এই সংক্রমণ আরও বাড়তে পারে। 

বুদাপেস্টে পুসকাস এরিনার ম্যাচগুলোতে ৬৮ হাজার ধারণ ক্ষমতার স্টেডিয়ামটি কানায় কানায় পূর্ণ ছিল। যদিও সেখানকার করোনা পরিস্থিতি গত দুই মাসে অনেকটাই উন্নতি লাভ করেছে। তারপরও তাদেরকে সতর্কতা অবলম্বনের ধারা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ডব্লিউএইচওর ইউরোপীয় অঞ্চলের কর্মকর্তা হ্যান্স ক্লুগে জুনের শুরুতেই সতর্ক করে দিয়ে বলেন, ‘আমরা যদিও অনেকটাই এগিয়ে এসেছি। তবে খুব বেশি দূরত্ব অতিক্রম করতে পারিনি।’