- খেলা
- এশিয়ান কাপ বাছাইপর্বে ইরান-জর্ডানের গ্রুপে বাংলাদেশ
এশিয়ান কাপ বাছাইপর্বে ইরান-জর্ডানের গ্রুপে বাংলাদেশ

মেয়েদের এশিয়ান কাপের বাছাইয়ে কঠিন গ্রুপে বাংলাদেশ। ফাইল ছবি
মেয়েদের এশিয়ান কাপের বাছাইয়ে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। ‘জি’ গ্রুপে লাল-সবুজের প্রতিপক্ষ জর্ডান ও ইরান। আজ এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) কার্যালয়ে ড্র অনুষ্ঠিত হয়েছে। এএফসি জানায়, আগামী ১৫ সেপ্টেম্বরে শুরু হয়ে বাছাই শেষ হবে ২৫ সেপ্টেম্বর। ২৮টি দল আটটি গ্রুপে ভাগ হয়ে বাছাইয়ে খেলবে।
মেয়েদের এশিয়ান কাপে খেলবে ১২টি দল। স্বাগতিক ভারতের সঙ্গে বর্তমান চ্যাম্পিয়ন জাপান, রানার্সআপ অস্ট্রেলিয়া ও তৃতীয় হওয়া চীন সরাসরি খেলবে এশিয়ান শ্রেষ্ঠত্বের লড়াইয়ে। বাকি আটটি দল খেলবে বাছাইপর্ব পেরিয়ে। বাছাইপর্বে ২৮টি দলকে আটটি গ্রুপে ভাগ করা হয়েছে। চারটি গ্রুপে আছে চারটি করে দল ও চারটি গ্রুপে দল তিনটি করে। বাছাইপর্ব শুরু হওয়ার কথা সেপ্টেম্বরে।
এদিকে, 'জি' গ্রুপে স্বাগতিক হিসেবে নির্বাচিত হয়েছে বাংলাদেশ। বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মহিলা উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ জানান, এশিয়ান ফুটবল কনফেডারেশন আমাদের নিশ্চিত করেছে, বাংলাদেশ নিজেদের গ্রুপের বাছাইয়ে স্বাগতিক।
এই গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছেন বাংলাদেশের কোচ গোলাম রাব্বানী ছোটন। তিনি বলেন, ‘ইরান ও জর্ডান আমাদের চেয়ে অনেক শক্তিশালী। তবে আমরাও ভালো দল। গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হওয়া খুব কঠিন। তবু আমাদের আশা আছে।’
মেয়েদের ফুটবল র্যাংকিংয়ে বাংলাদেশ আছে ১৩৭ নম্বরে। যেখানে জর্ডান ও ইরানের অবস্থান যথাক্রমে ৫৯ ও ৭৭ নম্বরে।
মন্তব্য করুন