ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্ত ফরম্যাট টি-টেন ক্রিকেট। ১০ ওভারের এই ক্রিকেট বেশ জাঁকিয়ে বসেছে আরব আমিরাতে। এবার তারা ৯০ বলের নতুন একটি টুর্নামেন্ট আয়োজন করতে চলেছে। এই টুর্নামেন্টের নাম দেয়া হয়েছে নাইনটি-নাইনটি ব্যাশ। এমিরেটস ক্রিকেট বোর্ডের (ইসিবি) চেয়ারম্যান শেখ নাহিয়ান বিন মুবারক আল নাহিয়ান এই টুর্নামেন্টের অনুমতি দিয়েছেন।

নাইন্টি-ব্যাশের প্রথম সংস্করণ শুরু হবে আগামী বছর। ছেলে খালাফ বুখাতিরের সঙ্গে নতুন এই ক্রিকেট টুর্নামেন্টের পেছনে আছেন বুখাতির গ্রুপের চেয়ারম্যান আব্দুল রেহমান বুখাতির। যিনি ৮০ ও ৯০ দশকে শারজাহকে বিশ্ব ক্রিকেটের কেন্দ্রবিন্দু বানিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের রাজ্য গড়েন মরুর বুকে।

এছাড়া তাদের সঙ্গে আছেন পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি করাচি কিংসের মালিক সালমান ইকবাল এবং দুবাই ভিত্তিক সিনার্গি গ্রুপ অব কোম্পানিজের ম্যানেজিং ডিরেক্টর ইমরান চৌধুরী।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সালমান ইকবাল বলেছিলেন, ‘বছরের পর বছর ধরে খেলাধুলা বিকশিত হয়েছে এবং সময় এসেছে ক্রিকেটকে আরও নতুনত্ব দেয়ার। আমরা বিশ্বাস করি আমাদের কাছে নতুন কিছু রয়েছে এবং পুরো টুর্নামেন্টের সাফল্য কামনা করছি।’

এদিকে বুখাতির গ্রুপের চেয়ারম্যান আবদুল রহমান বোখাতি বলেছেন, ‘এই নতুন উত্তেজনাপূর্ণ ফরম্যাটটি কেবল সংযুক্ত আরব আমিরাত নয়, সারা বিশ্ব জুড়েই এই খেলাটির ভক্ত-সমর্থক তৈরিতে সহায়ক হতে পারে।’