- খেলা
- ভেনেজুয়েলাকে বিদায় করে কোয়ার্টারে পেরু
ভেনেজুয়েলাকে বিদায় করে কোয়ার্টারে পেরু

ভেনেজুয়েলাকে ১ গোলে হারিয়ে কোপা আমেরিকার গ্রুপ ‘এ’তে দ্বিতীয় স্থানে উঠে এল পেরু। যোগ্য দল হিসেবেই ভেনেজুয়েলাকে হারিয়ে কোয়ার্টারে উঠেছে পেরু।
প্রথমার্ধে কোনও দলই গোল করতে পারেনি। শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে। ম্যাচের ২১ মিনিটে ভেনেজুয়েলার রোনাল্ড হার্নান্ডেজকে হলুদ কার্ড দেখানো হয়। ৩৪ মিনিটে পেরুর ফুটবলার গিয়ানলুকা লাপাডুলা একটা গোল করার সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি।
ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতেই ৪৮ মিনিটে আচমকাই গোল হজম করে ভেনেজুয়েলা। কর্নার থেকে ফাঁকায় বল পাওয়া উইঙ্গার আন্দ্রে ক্যারিলোর গোলে স্বস্তি ফিরে পায় পেরু। কারণ, এই ম্যাচের ফল যদি একটু এদিক-ওদিক হত তাহলেই বাদ পড়ার আশঙ্কা ছিল পেরুর সামনে। এদিন যদি ভেনেজুয়েলা ও ইকুয়েডর ম্যাচ জিতলে তাদের পয়েন্ট ৫ হয়ে যেত। ওদিকে পেরুর সমান ৪ পয়েন্ট পেলেও গোল ব্যবধানে এগিয়ে ছিল কলম্বিয়া। ফলে ছিটকে যেতে হত পেরুকে। যদিও সেই অঙ্ক আর কাজে আসেনি।
মন্তব্য করুন