স্পেনের হয়ে এবারের ইউরোতে একেবারেই নিষ্প্রভ আলভারো মোরাতা। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে সুইডেনের বিপক্ষে গোলশুন্য ড্র করে স্পেন। যেখানে একের পর এক গোল মিস করেছেন তিনি। দ্বিতীয় ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচে একমাত্র গোলটি মোরাতার। যদিও ওই ম্যাচে কয়েকবার সুযোগ মিস করেছিলেন তিনি। গ্রুপের সর্বশেষ ম্যাচে তো পেনাল্টিই মিস করলেন মোরাতা। 

একের পর এক গোলের সুযোগ নষ্ট করায় দর্শকদের কাছ থেকে হত্যার হুমকি পেয়েছেন স্প্যানিশ ফরোয়ার্ড আলভারো মোরাতা। এই ঘটনায় পুলিশের সহায়তা চাইলেন স্পেনের কোচ লুইস এনরিকে।

সংবাদ সম্মেলনে এনরিকে বলেন, ‘এটা মারাত্মক। পুলিশের বিষয়টি দেখা উচিত। যেকারো পরিবারকে এভাবে হুমকি দেয়া গুরুতর অপরাধ।’

মোরাতা এর আগে বলেন, ‘লোকজন বলছে, তোমার সন্তানকে মেরে ফেলা হবে। আমার স্ত্রী ও সন্তান সেভিয়ার স্টেডিয়ামে এসেছিল। তাদের পরা জার্সির পেছনে মোরাতা লেখা ছিল। আর তা দেখে লোকজন চিৎকার-চেঁচামেচি শুরু করে। এটা জটিল। আমি বুঝতে পারছি, সুযোগ মিস করার জন্য লোকজন আমাকে টিটকারি দিচ্ছে। তবে তারও একটা সীমা আছে।’