- খেলা
- বায়ো-বাবল ভাঙায় লঙ্কান ৩ ক্রিকেটার বহিষ্কার
বায়ো-বাবল ভাঙায় লঙ্কান ৩ ক্রিকেটার বহিষ্কার

বায়ো-বাবলের নিয়ম ভেঙে বাইরে ঘুরাঘুরি করছিলেন তারা। ছবি- টুইটার
বায়ো-বাবলের নিয়ম ভেঙে বড় শাস্তির মুখে পড়তে হল শ্রীলঙ্কার তিন ক্রিকেটার কুশল মেন্ডিস, নিরোশান ডিকওলা এবং দানুশকা গুনাথিলাকাকে। তিনজনকেই বহিষ্কার করে ইংল্যান্ড থেকে সোজা দেশে ফিরিয়ে আনা হচ্ছে।
শ্রীলঙ্কা ক্রিকেটের সেক্রেটারি মোহন ডি সিলবা বলেছেন, ‘বায়ো-বাবল ভাঙায় শ্রীলঙ্কা ক্রিকেট নির্বাহী কমিটি কুশল মেন্ডিস, নিরোশান ডিকওলা ও দানুশকা গুনাথিলাকাকে বহিষ্কার করা হয়েছে। তাদের তাৎক্ষণিকভাবে দেশে ফেরানো হচ্ছে।’
টুইটারের এক ভিডিওতে দলের বায়ো-বাবল ভেঙে প্রকাশ্যে ঘুরতে দেখা গেছে মেন্ডিস ও ডিকওলাকে। তবে ওই ভিডিওতে গুনাথিলাকাকে দেখা যায়নি। কিন্তু তিনি তাদের সঙ্গে ছিলেন বলে জানা গেছে। এই ভিডিও প্রকাশের পরই তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিলো শ্রীলঙ্কা ক্রিকেট।
ইংল্যান্ডের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ম্যাচে কুশল মাত্র ৫৪ রান করেছেন। সর্বোচ্চ সংগ্রহ ৩৯। স্ট্রাইকরেট ৯৮.১৮। ডিকাওলা দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। রান করেছেন মাত্র ১৪। এমন কী উইকেটের পেছনে দাঁড়িয়েও তার পারফরম্যান্স মোটেও ভালো নয়। কিছুদিন আগেই পিএসএলে জৈব সুরক্ষা বলয়ের নিয়ম ভাঙায় বহিষ্কার করা হয়েছিল পেশোয়ার জালমির দুই ক্রিকেটার হায়দার আলি এবং উমেইদ আসিফকে।
মন্তব্য করুন