কোপা আমেরিকায় নিজেদের চতুর্থ ম্যাচে আগামীকাল সকালে মাঠে নামবে আর্জেন্টিনা। বলিভিয়ার বিপক্ষে ম্যাচটি শুরু হবার বাংলাদেশ সময় সকাল ৬ টায়। সরাসরি দেখা যাবে সনি টেন ২ চ্যানেলে।

চিলির বিপক্ষে ড্র করে কোপা শুরু করলেও পরের দুই ম্যাচে উরুগুয়ে এবং প্যারাগুয়েকে পরাজিত করে সবার আগেই শেষ আটে পা রাখে লিওনেল স্কালোনির দল। এবার তাদের লক্ষ্য গ্ৰুপ পর্বের শেষ ম্যাচে জয় তুলে নিয়ে সবার উপরে থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা।

তবে গ্রুপপর্বের  শেষ  ম্যাচে একাদশে কিছু পরীক্ষানিরীক্ষা ও বিশ্রামের সুযোগ নিচ্ছে আর্জেন্টিনা ফুটবল দল। এ ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে সবশেষ ম্যাচের শুরুর একাদশে থাকা ছয় খেলোয়াড়কে বেঞ্চে রাখার সিদ্ধান্ত নিয়েছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তনটি হলো গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে বসানোর সিদ্ধান্ত। তার বদলে খেলবেন ফ্রাংকো আরমানি। 

এছাড়া আগের ম্যাচে একাদশ থেকে বাইরে থাকছেন লুকাস মার্টিনেজ কোয়ারতা, জিওভানি লো সেলসো, লেয়ান্দ্রো পারেদেস, হোয়াকিন কোররেয়া ও লাউতারো মার্টিনেজ।

একাদশ বাছাইয়ের ব্যাপারে স্কালোনি বলেছেন, ‘আমাদের দল ঠিক করার ক্ষেত্রে শুধুমাত্র একজন খেলোয়াড়ের জায়গা নিশ্চিত। আপনারাও জানেন সেটা কে। বাকিদের অবশ্যই নিজেদের জায়গা অর্জন করে নিতে হবে। আমাদের জন্য গুরুত্বপূর্ণ হলো কেউ যেন নির্ভার না থাকে এবং প্রতি ম্যাচেই সমান গুরুত্ব দিয়ে খেলে।’

শেষ ম্যাচে আর্জেন্টিনার শুরুর একাদশ: 

ফ্রাংকো আরমানি, গনজালো মন্টিয়েল, জার্মান পেজ্জেল্লা, লিসান্দ্রো মার্টিনেজ, মার্কোস আকুনা, এজেকুয়েল পালাসিওস, গুইদো রদ্রিগেজ, আলেজান্দ্রো গোমেজ, লিওনেল মেসি, সার্জিও আগুয়েরো এবং অ্যাঞ্জেল কোররেয়া।