দেশের মাঠে দেশের মানুষের সমর্থনকে সঙ্গে নিয়েই শেষ আটে পৌঁছে গেল ইংল্যান্ড। রহিম স্টার্লিং ও হ্যারি কেনের গোলে ইংলিশরা ২-০ হারিয়ে দিল জার্মানদের। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়াম সাক্ষী থাকল ইতিহাসের। ইংলিশ গর্জনে চূর্ণ জার্মানি। এই প্রথমবার কোন বড় টুর্নামেন্টের শেষ ষোলো থেকে বিদায় নিতে হল জার্মানিকে।

ম্যাচের শুরু থেকেই দুই দল সাবধানী ছিল। আগে নিজেদের দুর্গ সামলিয়ে, তারপর আক্রমণে গেছে দুই দল। প্রথমার্ধে সবথেকে ভালো গোল করার সুযোগ এসেছিল রহিম স্টার্লিংয়ের কাছে। কিন্তু নয়্যারের কারণে সেটি গোলে পরিণত হয়নি। ম্যাচের প্রথমার্ধে কোনও দলই গোল করতে পারেনি। 

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ইংল্যান্ডের ফুটবলাররা গোল করার জন্য মরিয়া হয়ে ওঠে। অবশেষে নিজেদের লক্ষ্যে সফল হয় ইংলিশরা। ম্যাচের ৭৫ মিনিটে গোল করে ইংল্যান্ডকে এগিয়ে দেন রাহিম স্টার্লিং। প্রথমে হ্যারি কেইন বল পেয়ে বাড়িয়ে দেন গ্রিলিশের উদ্দেশ্যে। গ্রিলিশ বল দেন লুক শ'কে। তার নিচু ক্রস থেকেই পা ছুঁইয়ে বল জালে জড়িয়ে দেন স্টার্লিং।

ম্যাচের ৮১ মিনিটে গোল শোধ করার সুবর্ণ সুযোগ পেয়েছিল জার্মানি। কিন্তু সেই সুযোগ হেলায় হারান টমাস মুলার। তিনি ইংল্যান্ডের গোলকিপার পিকফোর্ডকে একা পেয়েও বল গোলে রাখতে ব্যর্থ হন।

ম্যাচের ৮৬ মিনিটে দুরন্ত হেডে ইংল্যান্ডের হয়ে ব্যবধান বাড়ান হ্যারি কেইন। গ্রিলিশের দারুণ এক পাস ছয় গজের মধ্যে ফাঁকায় পেয়ে গেল কেইনকে। তাই নিয়ন্ত্রণের ধার ধারেননি কেইন। মাথা নিচু করে দারুণ এক হেডে দলের জয় নিশ্চিত করেছেন অধিনায়ক।

সর্বশেষ ২৫ বছর আগে ইউরোতে মুখোমুখি হয়েছিল জার্মানি-ইংল্যান্ড। সে ম্যাচে জার্মানির কাছে হেরে আসর থেকে বাদ পড়তে হয় ইংলিশদের। ফলে এই জয়ের মধ্য দিয়ে ২৫ বছরের জ্বালা মিটালো তারা।

এই ম্যাচটির মধ্য দিয়ে জার্মানদের কোচের দায়িত্ব থেকে বিদায় নিলেন জোয়াকিম লো। অবশ্য আসর শুরুর আগেই তিনি এ ঘোষণা দিয়েছিলেন। জার্মানদের বিশ্বকাপ ও ইউরো জেতানো কোচের শেষটা হলো বেদনার।