সুইডেনকে ২-১ গোলে হারিয়ে ইউরোর কোয়ার্টার ফাইনালে ইউক্রেন। ১২১ তম মিনিটে জয়সূচক গোল করেন ফরোয়ার্ড আর্টেম ডোভিক। শেষ দল হিসেবে কোয়ার্টার নিশ্চিত করা ইউক্রেনের সামনে এখন রয়েছে জার্মানিকে হারিয়ে আসা ইংল্যান্ড।

ইতোমধ্যে পর্তুগাল, ক্রোয়েশিয়া এবং ফ্রান্স এই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। অনেকেই বলছেন, এই ইউরো কাপে যদি নতুন কোনও দল চ্যাম্পিয়ন হয়, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। ২০০৪ সালে নতুন কোনও দল পেয়েছিল ইউরো। গ্রিস সেবার চ্যাম্পিয়ন হয়েছিল। ফুটবল সমর্থকদের মতে, এবারো হয়তো নতুন কোন চ্যাম্পিয়ন পেতে যাচ্ছে ইউরো। 

প্রথমার্ধে দুই দলই একটি করে গোল দেয়, এতে জমে উঠেছিল সুইডেন-ইউক্রেন ম্যাচ। শুরুটা ধীরগতির হলেও ২৭ মিনিটে ইউক্রেন এক গোলে এগিয়ে যেতেই ম্যাচের গতি বেড়ে যায়। কিন্তু হাফটাইমের বাঁশি বেজে ওঠার মাত্র মিনিটখানেক আগে ফোর্সবার্গের গোলে সমতা ফেরায় সুইডেন। 

দ্বিতীয়ার্ধে এগিয়ে যেতে পারতো সুইডেন। কিন্তু ভাগ্য সহায় ছিল না সুইডেনের ফোসবার্গের। পরপর দুইবার তার শট গোলপোস্টে লেগে ফিরে আসে। প্রথমে ৫৬ মিনিটে এবং তারপর ৬৯ মিনিটে যেভাবে তার শটটা গোলপোস্টে লেগে ফিরে এল এটিকে দূর্ভাগ্য ছাড়া আর কিছুই বলা যায় না। এরপর নির্ধারিত ৯০ মিনিটে কোন দলই আর গোল করতে পারেনি। 

ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ৯৮ মিনিটে বড় ধাক্কা খেল সুইডেন। ট্যাকল করতে গিয়ে সরাসরি লাল কার্ড দেখলেন মার্কাস ড্যানিয়েলসন। বাকি সময়টা সুইডেনকে ১০ জন খেলোয়াড় নিয়েই খেলতে হয়। অতিরিক্ত সময়ের প্রথমার্ধের শেষ মিনিটে ফোর্সবার্গ একটা সুযোগ পেলেও নির্দিষ্ট গোলে পরিণত করতে পারেনি। ১২০ মিনিটেও কোনও দল গোল করতে পারেনি। অবশেষে অতিরিক্ত সময়ের শেষ মিনিটে জয়সূচক গোল করেন আর্তেন ডভবেক। জিনসেঙ্কোর রিলিজ় থেকে অসাধারণ একটা হেড দিলেন। ২-১ গোলে হেরে স্বপ্নভঙ্গ হয় সুইডেনের। কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ইউক্রেন।