উইম্বলডনের প্রথম রাউন্ড থেকেই ছিটকে গেলেন সেরেনা উইলিয়ামস। সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ডের কাছে এবারেও পৌঁছাতে পারলেন না। উইম্বলডনের প্রথম রাউন্ডেই পা পিছলে পড়ে গেলেন সেরেনা। এরপর পা'য়ে চোট পান, আর কোর্টে খেলা চালিয়ে যেতে পারেননি তিনি। কাঁদতে কাঁদতে কোর্ট ছাড়েন সেরেনা। অন্যদিকে দুই সেট হেরেও দ্বিতীয় রাউন্ডে ওঠলেন আটবারের উইম্বলডন চ্যাম্পিয়ন রজার ফেদেরার।

বেলারুশের আলিয়াকসান্দ্রা সাসনোভিচের বিপক্ষে কোর্টে নেমেছিলেন সেরেনা। প্রথম সেটে ৩১ গেমে এগিয়ে যাওয়ার পর সেরেনা কোর্টের মধ্যেই পিছলে পড়ে যান। বাঁ পায়ের অ্যাঙ্কেলে চোট পান সেরেনা। চোট গুরুতর হওয়ায় আর খেলা চালিয়ে যেতে পারেননি তিনি। কাঁদতে কাঁদতে অল ইংল্যান্ড ক্লাবের সেন্টার কোর্ট ছাড়েন ৩৯ বছর বয়সী আমেরিকান টেরিস তারকা।

এদিকে প্রথম রাউন্ডে ষষ্ঠ বাছাই রজার ফেদেরারের খেল ছিল আদ্রিয়ান মানারিনোর বিপক্ষে। প্রথম সেট ৬-৪ ব্যবধানে জেতেন ফেদেরার। যদিও এরপরই অঘটনের সম্ভাবনা তৈরি করেছিলেন ফরাসি টেনিস তারকা। পরের দু’টি সেট তিনি জিতে নেন ৭-৬ ও ৬-৩ ব্যবধানে। চতুর্থ সেট ৬-২ এ জিতে সমতা ফেরান ফেদেরার। চতুর্থ সেটে ফেদেরার যখন ৪-২ এ এগিয়ে তখন রিটার্নের সময় পা পিছলে ডান পায়ের হাঁটুতে চোট পান মানারিনো। এরপর আর পঞ্চম সেট খেলা সম্ভব হয়নি তার পক্ষে। চোটের কাছে হার মেনে ম্যাচ ছাড়েন। ৩৯ বছর বয়সী ফেদেরার দ্বিতীয় রাউন্ডে ওঠেন।