আইসিসির টেস্ট ব্যাটসম্যানদের র‍্যাংকিংয়ের শীর্ষে উঠেছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান স্টিভেন স্মিথকে পেছনে ফেলেছেন তিনি। স্মিথের অবস্থান এখন দুইয়ে। তিনে রয়েছে আরেক অজি ব্যাটসম্যান মার্নাস লাবুশানে।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ৪৯ ও অপরাজিত ৫২ রানের ইনিংস দুটি উইলিয়ামসনকে আবার শীর্ষে তুলেছে। তার রেটিং পয়েন্ট ৯১৯। দুইয়ে থাকা স্মিথের পয়েন্ট ৮৯১। তিনে থাকা লাবুশানের পয়েন্ট ৮৭৮। 

মাত্র দুই সপ্তাহ আগে উইলিয়ামসনকে পেছনে ফেলে টেস্ট ব্যাটসম্যান র‍্যাংকিংয়ে শীর্ষে উঠেছিলেন স্মিথ। কিন্তু এবার আর বেশিদিন টিকতে পারলেন না।

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দ্বিতীয় ইনিংসে হার না মানা ৪৭ রানের ইনিংস খেলে উইলিয়ামসনের সঙ্গে অবিচ্ছিন্ন ৯৬ রানের জুটি গড়েছিলেন রস টেলর। দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখা এই কিউই ব্যাটসম্যান তিন ধাপ এগিয়ে উঠে এসেছেন ১৪ নম্বরে।

মার্নাস ল্যাবুশান ব্যাটসম্যানদের তালিকার তিন নম্বর জায়গা ধরে রেখেছেন। বিরাট কোহলিও আগের মতোই চার নম্বরে রয়েছেন। পাঁচ ও ছয় নম্বরে যথাক্রমে জো রুট ও রোহিত শর্মা নিজেদের জায়গা ধরে রেখেছেন। ঋষভ পন্ত পিছিয়ে গিয়েছেন সাত নম্বরে। এতদিন রোহিতের সঙ্গে যুগ্মভাবে ষষ্ঠ স্থানে অবস্থান করছিলেন পন্ত।