- খেলা
- রবি শাস্ত্রীর কোনো প্রতিভা ছিল না: কপিল দেব
রবি শাস্ত্রীর কোনো প্রতিভা ছিল না: কপিল দেব

রবি শাস্ত্রী ও কপিল দেব
ভারতের সাবেক অলরাউন্ডার রবি শাস্ত্রী। ৮০ টেস্ট আর দেড়শ' আন্তর্জাতিক ওয়ানডে খেলেছেন। এখন ভারত দলের কোচের দায়িত্ব পালন করছেন।
আন্তর্জাতিক ক্রিকেটে দুই ফরম্যাটেই তিন হাজারের ওপর রান শাস্ত্রীর। সেই সঙ্গে ২৮০ উইকেট আছে ব্যাগে। খেলা ছাড়ার পর ধারাভাষ্য দিয়েছেন। অথচ রবি শাস্ত্রীর নাকি কোনো প্রতিভা ছিল না। আচমকা এমন মন্তব্য করে আলোচনায় এসেছেন ১৯৮৩ সালে বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক কপিল দেব।
কপিল দেব বলেন, 'শাস্ত্রী এমন একজন ক্রিকেটার, যার কোনও প্রতিভা ছিল না। কিন্তু ভারতের হয়ে দীর্ঘদিন খেলেছেন। এটা প্রশংসনীয় বটে। তবে মাঠে চমৎকার পারফর্ম ক্ষমতা ছিল তার।' তার মন্তব্য, 'দুই ধরনের ক্রিকেটার আছে, কেউ হয় প্রচণ্ড প্রতিভাবান অথচ নিজেকে মেলে ধরতে পারেন না। আবার কেউ কেউ প্রতিভা নিয়ে আসে না, অথচ বহু দিন ধরে খেলে যান।'
সম্প্রতি একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব মন্তব্য করেন কপিল দেব।
তিনি আরও বলেন, 'শাস্ত্রীর মধ্যে ভাল কিছু করার জেদ ছিল। দলের সম্পদ ছিল সে। আমরা বলতাম ও যদি ৩০ ওভার খেলে ১০ রান করে, তাতেও কোনও ক্ষতি নেই। ৩০ ওভার খেলাই বিশাল ব্যাপার। বল পুরনো হয়ে গেলে তখন রান করাও সহজ হয়ে যায়।'
কপিল বলেন, 'শাস্ত্রীকেও বলেছি যে ওর কোনও প্রতিভা নেই। সে জন্যই ওর প্রশংসা করি। খুব ভাল অ্যাথলিটও নয় সে। আরেকজন হচ্ছে অনিল কুম্বলে। সে অ্যাথলিট ছিল না, কিন্তু কী অসাধারণ পারফরমান্স! ওর থেকে ভাল কেউ নেই।'
উল্লেখ্য, বিরাট কোহলীদের সঙ্গে বর্তমানে ইংল্যান্ডে রয়েছেন কোচ রবি শাস্ত্রী। সূত্র: টাইমস নাও
মন্তব্য করুন