- খেলা
- এমবাপ্পের বাবার সঙ্গে ঝগড়া করলেন র্যাবিওটের মা
এমবাপ্পের বাবার সঙ্গে ঝগড়া করলেন র্যাবিওটের মা

ইউরো চ্যাম্পিয়নশিপে সুইজারল্যান্ডের বিপক্ষে টাইব্রেকারে হেরে শেষ ষোলো থেকে বিদায় নিয়েছে ফ্রান্স। পেনাল্টি শুটআউটে গোল করতে ব্যর্থ হন কিলিয়ান এমবাপ্পে।
মাঠে কঠিন এক রাত পার করা বিশ্ব চ্যাম্পিয়নদের এই বিদায় গ্যালারিতে বসে দেখেছেন পল পগবা, এমবাপ্পে ও আদ্রিয়ান র্যাবিওটের পরিবার। আর সেখানেই পগবা-এমবাপ্পের পরিবারের সঙ্গে ঝগড়া করেছেন র্যাবিওটের মা ভেরোনিক র্যাবিওট। ফরাসি গণমাধ্যম আরএমসি স্পোর্টের বরাতে এমনটাই জানিয়েছে স্প্যানিশ ক্রীড়া মাধ্যম মার্কা।
বারবার বিতর্কিত কথাবার্তা বলে আলোচনায় এসেছেন ভেরোনিক। এবারও এসেছেন, ইউরোতে ফ্রান্স বিদায় নেওয়ার পর।
ফরাসি সংবাদমাধ্যম জানিয়েছে, গোটা ম্যাচ জুড়ে এমবাপ্পে-পগবার বাবা-মা'র সঙ্গে গ্যালারিতে বসেই ঝগড়া করে গেছেন ভেরোনিক। সুইজারল্যান্ডের তৃতীয় গোলটার সময় পগবা কেন হেলাফেলা করে বল ছেড়ে দিলেন, সেটা নিয়ে পগবার মা'কে বকেছেন তিনি। এমবাপ্পের পেনাল্টি মিসের পর পিএসজি ফরোয়ার্ডের বাবা-মা'র সঙ্গেও লেগে গিয়েছিল তার। পরে নিরাপত্তারক্ষীরা এসে থামান তাদের।
ম্যাচ শেষ হওয়ার পর এমবাপ্পের বাবাকে ভেরোনিক বলেছেন, তার ছেলে যেন একটু কম উদ্ধত হয়। কারণ, ফ্রান্সের হারের পেছনে দোষটা এমবাপ্পেরই!
মন্তব্য করুন