- খেলা
- ইংল্যান্ডকে ভয় পায় না ইউক্রেন
ইংল্যান্ডকে ভয় পায় না ইউক্রেন

ইউক্রেন কোচ শেভচেঙ্কো। ছবি- গেটিইমেজেস
চলতি ইউরো কাপের একমাত্র দল ইংল্যান্ড, যারা কিনা এখন পর্যন্ত নিজেদের জাল রক্ষা করে খেলেছে। চার ম্যাচ খেলে ৪ গোল করলেও কোন গোল হজম করেনি সাউথগেটের দল। শেষ ১৬ এর ম্যাচে জার্মানিকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে হ্যারি কেইনরা।
অন্যদিকে দুর্দান্ত পারফরম্যান্সে সুইডেনকে ২-১ গোলে হারিয়ে শেষ আট নিশ্চিত করেছে ইউক্রেন। তবে শেষ আটে তাদের প্রতিপক্ষ জার্মানিকে হারানো ইংল্যান্ড। প্রতিপক্ষ ইংল্যান্ড হলেও ভয় পাচ্ছেন না ইউক্রেন কোচ শেভচেঙ্কো। তাদের স্বপ্ন এখন সেমিফাইনাল নিশ্চিত করা।
ইংল্যান্ড প্রসঙ্গে শেভচেঙ্কো বলেন, 'ইংল্যান্ড দুর্দান্ত দল। তাদের বেঞ্চ শক্তিশালী, গভীরতা অনেক, অসাধারণ কোচিং স্টাফ আছে। ম্যাচটি কত কঠিন হতে যাচ্ছে। তাদের বিপক্ষে গোল করা কঠিন তবে আমাদের ভয় পাওয়ার কিছু নেই। এতে বরং আমাদের উজ্জীবিত হওয়া উচিত। কারণ ফুটবলে যে কোনো কিছুই সম্ভব।'
পুরো টুর্নামেন্টে মাত্র একটি জয় ছিল ইউক্রেনের। এতে সমালোচনায় বিদ্ধ হতে হয়েছিল তাদের। তারাই এখন কোয়ার্টার ফাইনালে। সুইডেনের বিপক্ষে প্রথম গোলটি করেছেন ইউক্রেনের জিনচেঙ্কো। এই জয়ে তার মন্তব্য, 'পুরো দলকে নিয়েই অনেক সমালোচনা হয়েছে। আমাকে নিয়েও হয়েছে। তবে সুইডেনের বিপক্ষে আমরা ইউরোপকে দেখিয়েছি যে, লক্ষ্য অর্জন করতে পারি আমরা।'
মন্তব্য করুন