ঢাকা শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪

জয়ের কৃতিত্ব সবাইকে ভাগ করে দিলেন শান্ত

জয়ের কৃতিত্ব সবাইকে ভাগ করে দিলেন শান্ত

ছবি- ইউসুফ আলী

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৩ | ১২:৫৪

সিলেট টেস্ট দিয়ে ক্রিকেটের কুলীন এই ফরম্যাটে অধিনায়কত্বের অভিষেক হয় শান্তর। তার নেতৃত্বে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৫০ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। এতে ঘরের মাঠে ব্লাকক্যাপসদের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট জয়ের কৃতিত্ব অর্জন করলো বাংলাদেশ। এই জয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে এখন ১-০তে এগিয়ে স্বাগতিকরা। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু আগামী ৬ ডিসেম্বর, মিরপুরে।

সাকিব-তামিম-লিটনদের মত তারকা খেলোয়াড়রা ছিলেন না সিলেট টেস্টে। তাদের অনুপস্থিতিতে শান্তর কাঁধে নেতৃত্বের দায়িত্ব দেয় বিসিবি। সাদা পোশাকে নবীন এই দলটির নেতৃত্বে মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এমনকি ব্যক্তিগত পারফরম্যান্সেও উজ্জ্বল ছিলেন তিনি। অধিনায়কত্বের অভিষেকেই সেঞ্চুরি করা প্রথম বাংলাদেশি ক্রিকেটার তিনি। প্রথম ইনিংসে ৩৭ রানে মাঠ ছাড়লেও দ্বিতীয় ইনিংসে ১৯২ বলে ছুঁয়েছেন তিন অঙ্ক। যেটি তার ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি। 

সিলেট টেস্টে অধিনায়ক হিসেবে দলের প্রয়োজনে বোলার পরিবর্তন এবং ফিল্ডিং সাজাতে মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন তিনি। সাদা পোশাকে প্রথম মিশনে সফল শান্তকে তাই নিউজিল্যান্ড সফরে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজের জন্য অধিনায়ক নির্বাচন করেছে বিসিবি।

আজ নিউজিল্যান্ডকে হারানোর ফলে চতুর্থ টাইগার অধিনায়ক হিসেবে অভিষেক ম্যাচে জয় পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। ম্যাচ শেষে তিনি তার দলের চার বোলার তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, পেসার শরীফুল ইসলাম ও স্পিনার নাঈম হাসানের প্রশংসা করেন।

ম্যাচ শেষে জয়ের কৃতিত্ব সবাইকে ভাগ করে দিয়ে বাংলাদেশ অধিনায়ক জানান, ‘কৃতিত্ব সব খেলোয়াড়ের, বিশেষ করে তাইজুল, নাঈম, শরীফুল ও মেহেদীর। সবাই ম্যাচটি উপভোগ করেছে। আমরা ফল নিয়ে ভাবিনি। তরুণ হিসেবে এটা ছিল আমাদের জন্য দলকে জেতানোর সুযোগ।’

তিনি আরও যোগ করেন, ‘প্রথম ইনিংসে আমরা আরও ৫০ রান বেশি করতে পারতাম। তবে বোলাররা দারুণ করেছে। পরের ম্যাচে ব্যাটসম্যানদের আরও দায়িত্ব নিতে হবে। এখানে অধিনায়কত্ব করতে পারার সুযোগ পাওয়ার জন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ। কাজ কেবল অর্ধেক শেষ হলো। সবাই এখন পরের টেস্টে তাকিয়ে।’

whatsapp follow image

আরও পড়ুন

×