তাইজুলকে ফোন দিয়েছেন সাকিব-তামিম
ছবি- বিসিবি
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৩ | ১৫:০৯
ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম জয় পেয়েছে বাংলাদেশ। ঐতিহাসিক এই জয়ের নায়ক টাইগার স্পিনার তাইজুল ইসলাম। দুই ইনিংস মিলে নিয়েছেন ১০ উইকেট। চোটের কারণে এই টেস্ট খেলেননি দুই অভিজ্ঞ ক্রিকেটার তামিম ইকবাল ও সাকিব আল হাসান। তবে ঠিকই তারা দলের সেরা পারফর্মারের খোঁজ রেখেছেন।
আজ সিলেটে টেস্ট জয়ের পর সাংবাদিকদের তাইজুল বলেন, ‘সাকিব ভাইয়ের সঙ্গে গতকাল ফোনে কথা হয়েছিল। সাকিব ভাই ফোন দিয়েছিলেন। তামিম ভাইয়ের সঙ্গে কথা হয়েছে। তামিম ভাইয়ের সঙ্গে আমার নিয়মিত কথা হয়। তাকে আমি ব্যক্তিগতভাবে আমার বড় ভাইয়ের মতো মনে করি।’
এমন ঐতিহাসিক জয়ের পর দলের উদযাপন প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘যখন আপনি অনেক বড় কিছু পাবেন তখন উদযাপন সবসময়ই হয়। আমরা যে আজকে উদযাপন করিনি তা নয়। অবশ্যই আমরা উদযাপন করেছি, মাঠের মধ্যে বা ড্রেসিং রুমের সব জায়গাতেই। কিন্তু আমরা অপেক্ষা করতেছি যেন আরও ভালো কিছু পাই।’
এর আগে পুরস্কার বিতরণী মঞ্চে ম্যাচসেরা তাইজুল বলেন, ‘দেশের প্রতিনিধিত্ব করতে পেরে আনন্দিত। ১০ উইকেট পাওয়ায় প্রেরণা আরও বাড়ল। আত্মবিশ্বাসের সঙ্গে তুলে নেওয়া জয় দলের মানসিকতাকে ঠিক রাখবে। দলের সবার কাছ থেকে সহযোগিতা পেয়েছি। এ জন্য সবাইকে ধন্যবাদ।’
তাইজুলের টেস্ট ক্যারিয়ারে এটি দ্বিতীয়বারের মত ১০ উইকেট শিকার। এর আগে ২০১৮ সালে একবার জিম্বাবুয়ের বিপক্ষে ১১ উইকেট নিয়েছিলেন তিনি। এছাড়া ৯ উইকেট করে নিয়েছিলেন তিনবার। ক্যারিয়ারে এক ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ১২বার। ৪৩ টেস্টে তার মোট উইকেট সংখ্যা হলো ১৮৭টি।