ঢাকা শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪

যে বিশ্বাসে ম্যাচের আগেই জেতার কথা বলেছিলেন শান্ত

যে বিশ্বাসে ম্যাচের আগেই জেতার কথা বলেছিলেন শান্ত

নাজমুল হোসেন শান্ত

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৩ | ১৫:৪৭

টেস্টে শান্তর অধিনায়কত্বের প্রথম ম্যাচেই দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ দল। তার নেতৃত্বে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৫০ রানের বড় জয় পেয়েছে স্বাগতিকেরা। যদিও শান্ত এমন কিছুর আভাস দিয়েছিলেন সিলেট টেস্ট শুরু হওয়ার আগেই। শুধু এক ম্যাচ নয়, সিরিজ জেতার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সিলেটে দুর্দান্ত জয়ে অর্ধেক কাজ এগিয়ে রেখেছেন। বাকি অর্ধেক ঢাকায়।

সিরিজ শুরুর আগে বিশ্বাস থেকেই শান্ত ম্যাচ জয়ের কথা বলেছিলেন, ‘জয়ের ব্যাপারে আমি খুবই পরিষ্কার ছিলাম। আমি কাউকে মোটিভেট করার জন্য বলিনি। কথাটা মিন করেছিলাম যে এই সিরিজটা জিততে পারি। এবং জেতার জন্যই আমরা খেলব। এই বিশ্বাসটা শুধু আমার মধ্যে ছিল, তা না। প্রতিটা খেলোয়াড়ের মধ্যেই ছিল।’

কেন এমন বিশ্বাস তার ব্যাখ্যাও দিয়েছেন শান্ত, ‘আমাদের কন্ডিশনে খেলা হচ্ছে। আমাদের যে বোলিং অ্যাটাক, ব্যাটিংয়ে যে শক্তি আছে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিনটা আলাদা আলদা করে যেমন শক্তি ছিল আমার কাছে মনে হয়েছে সিরিজটা জেতা সম্ভব।’

অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচে এরকম জয়। শান্ত বলেন, ‘ভালো লাগছে। খুবই খুশি। যেরকম চিন্তা করে এসেছিলাম, পরিকল্পনা করেছি, প্রথম টেস্ট ম্যাচ ছিল অধিনায়ক হিসেবে। ওভার অল যদি চিন্তা করি, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় খুব ভালো একটা ম্যাচ খেলেছি। অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচে এরকম জয়, খুবই আনন্দিত।’

৬ ডিসেম্বর থেকে মিরপুরে শুরু হবে দ্বিতীয় টেস্ট। তবে সিরিজ জিততে ওই ম্যাচেও পাঁচ দিন লড়তে হবে বললেন শান্ত, ‘যদিও একটা ম্যাচ বাকি। এমন না যে পরের ম্যাচ যাবো আর জিতে যাবো। এরকম হবে না। আবার ওই পাঁচদিন কষ্ট করা লাগবে। অর্ধেক কাজ হয়েছে। আশা করবো যে পরের ম্যাচে কীভাবে আরও উন্নতি করে জিততে পারি।’

whatsapp follow image

আরও পড়ুন

×