- খেলা
- ব্যাটিংয়ে সাকিবের জড়তা কাটছেই না
ব্যাটিংয়ে সাকিবের জড়তা কাটছেই না

সাকিব আল হাসান - ফাইল ছবি
ব্যাট যে সাকিবের কথাই শুনছে না। উইকেটে মাটি কামড়ে পড়ে থেকেও রান পাচ্ছেন না তিনি। প্রস্তুতি ম্যাচেও সে কী জড়তা তার। ডট বল খেলছেন বেশি। গতকাল একদিনের প্রস্তুতি ম্যাচে জিম্বাবুয়ে সিলেকটেড একাদশের বিপক্ষে ৩৭ রান করতে ৬০ বল লেগেছে তার। স্ট্রাইক রেট ৬১.৬৬। পুরো ইনিংসে বাউন্ডারি মাত্র একটি।
প্রায় দেড় দশকের ক্যারিয়ারে এই সাকিবকে দেখেনি কেউ। যার স্বভাবই হলো মেরে খেলা, তিনিই এখন সীমিত ওভারের ক্রিকেটেও মন্থর ব্যাটিং করেন। সাকিবের ম্লান দিনে ভালো করেছেন তামিম ইকবাল। ৬০ বলে ৬৬ রান করে আত্মবিশ্বাসটা বাড়িয়ে নিলেন ওয়ানডে অধিনায়ক। তামিমের এই ব্যাটিংই বলে দেয়, হাঁটুর ব্যথার কষ্টটা নেই।
তামিম রান পেলেও ওপেনিং জুটি ভালো করেনি নাঈম শেখ ৫২ বলে ২৫ রান করে আউট হলে। মুশফিকের জায়গায় লিটনকে নামালে মানিয়ে নিতে পারেননি। মিঠুনের ব্যাটিং প্র্যাকটিস মন্দ হয়নি। ৪২ বল খেলে পাঁচটি চার ও একটি ছয়ে ৩৯ রান করেন তিনি। মিডলঅর্ডারে মোসাদ্দেক, আফিফের চেয়েও আক্রমণাত্মক ছিলেন নুরুল হাসান সোহান। ১২ বলে ১৮ রান করে স্লগ ব্যাটসম্যান হিসেবে জায়গা পাওয়ার দাবি তুলে দিয়েছেন তিনি। যদিও একদিনের ক্রিকেটে আটজন ব্যাটসম্যান রাখা কঠিন।
তবে অনুশীলন ম্যাচে বোলারদের পারফরম্যান্স ভালো। গা গরমের ম্যাচে ভালোই গরম ছিলেন সাইফউদ্দিনরা। গোড়ালিতে অস্বস্তি বোধ করায় মুস্তাফিজ পাঁচ বল করেই মাঠ ছেড়েছেন। তার মতো বোলারের পরীক্ষা দেওয়ার কিছু নেই। বাকি বোলাররাও ভালো করেছেন। যদিও ম্যাচটি শেষ বল পর্যন্ত খেলা হয়নি। স্বাগতিকরা ৪০.১ ওভারে ৭ উইকেটে ১৮৯ রান করার পর ম্যাচটি ড্র মেনে নেন দু'দলের অধিনায়ক।
বাংলাদেশ: ২৯৬/৬, ৫০ ওভার (তামিম ৬৬, নাঈম ২৫, সাকিব ৩৭, মিঠুন ৩৯, মোসাদ্দেক ৩৬, আফিফ ২৮, সোহান ১৮, সাইফউদ্দিন ১২*, মিরাজ ৫*)।
মন্তব্য করুন