- খেলা
- চুক্তি করেও মেসিকে বসিয়ে রাখার শঙ্কা বার্সার
চুক্তি করেও মেসিকে বসিয়ে রাখার শঙ্কা বার্সার

লিওনেল মেসি
পাঁচ বছরের জন্য চুক্তি, সঙ্গে ৫০ শতাংশ বেতন কম। তার পরও লিওনেল মেসিকে মাঠে নামাতে পারলে তো? স্প্যানিশ গণমাধ্যমগুলো বার্সা-মেসির একমত হওয়ার খবরটি পাকাপাকিভাবে দিলেও অর্থনৈতিক সমস্যাটা থেকেই যাচ্ছে কাতালান ক্লাবটির। এখনও ১.২ বিলিয়ন ইউরো দেনা তারা, সেক্ষেত্রে আজ বা কাল যখন নতুন মৌসুম শুরু হবে, চাইলেও মেসিকে খেলাতে পারবে না বার্সা। কারণ লা লিগার ক্লাবটি তাদের নির্ধারিত সেলারির বেশি এরই মধ্যে ধরে ফেলেছে। যা লিগের ফিনান্সিয়ালি পলিসির সঙ্গে সাংঘর্ষিক।
লা লিগা প্রেসিডেন্ট তেবার জোর দিয়েই বলেছেন, মেসিকে রাখতে হলে বার্সাকে ব্যয় কমাতে হবে। না হলে তার রেজিস্ট্রেশন বাতিল বলেই গণ্য হবে। শুধু মেসি নন, নতুন কোনো রিক্রুট থাকলে সেখানেও কমাতে হবে বেতন। ঠিক যেমন ম্যানসিটি থেকে আসা সার্জিও আগুয়েরোকে পে-কাটের কথা বলেছে বার্সা। আর এরিক গার্সিয়া ও মেম্পিস দেপাইকে ফ্রিতে পায় দলটি। বার্সার এই সমস্যা সমাধানে প্রয়োজন ১০০ মিলিয়ন ইউরোর বড় ফান্ড কালেক্ট করা বা এই পরিমাণ ব্যয় কমানো। যেটা অ্যান্তোনিও গ্রিজম্যান, ফিলিপে কুতিনহোর মতো খেলোয়াড়দের বেচে আনতে চাইছে বার্সা। কিন্তু এই দু'জনকে কেনার ব্যাপারে বড় কোনো ক্লাব সেভাবে আগ্রহ দেখাচ্ছে না। যেটা বার্সার জন্য বিপদের।
মেসির সঙ্গে বার্সার চুক্তি নিয়ে জল কম ঘোলা হয়নি। তবে এতটা হয়েছিল সাবেক বার্সা প্রেসিডেন্ট বার্তোমেউর জন্যই। খেলোয়াড় কেনাবেচায় কোনো রকম নিয়মের ধার ধারতেন না তিনি। এ ছাড়া দলের তারকা খেলোয়াড়দের প্রতি তার প্রভাব বিস্তারের মানসিকতা একটা সময় বিস্ফোরণ হয়। মেসিও বার্সা ছাড়ার জন্য তোড়জোড় শুরু করেন। তাকে আটকাতে পারলেও দলের দেনা কমাতে পারেননি তিনি। পরিকল্পনা ভুল করে দেনার বোঝা রেখে গেছেন নতুন প্রেসিডেন্ট লাপোর্তের কাঁধে। তিনিও এখন পথ খুঁজে পাচ্ছেন না। আয়-ব্যয়ে সমন্বয় না থাকায় মেসির সঙ্গে চুক্তির টেবিলেও বসতে বিলম্ব হয়। শেষ পর্যন্ত আশার আলো ফুটলেও আবারও আটকে পড়া।
এবার দেখার অপেক্ষা, এভাবে কতদিন ঝুলে থাকে মেসির চুক্তি। এদিকে নতুন মৌসুম শুরুর সময়ও ঘনিয়ে আসছে। সবকিছু ঠিকঠাক থাকলে ১৩ আগস্ট থেকে শুরু হবে ২০২১-২২ লা লিগা মৌসুম। পরের বছরের ২২ মে শিরোপা ফয়সালার মধ্য দিয়ে শেষ হবে যেটি।
মন্তব্য করুন