টি-টোয়েন্টি ক্রিকেটের ছক্কার রাজা ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইল। আর সেই গেইলকেই টেক্কা দিলেন তার স্বদেশি এভিন লুইস। গেইলকে পেরিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ছক্কার দ্রুততম সেঞ্চুরিয়ান এখন লুইস। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে কম ম্যাচ খেলে ১০০ ছক্কা হাঁকিয়েছেন তিনি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ৩৪ বলে ৭৯ রানের ইনিংসের পথে লুইস মারেন ৯টি ছক্কা। তার অষ্টম ছক্কায় হয়ে যায় রেকর্ড। মিচেল সোয়েপসনের বলে ওই ছক্কায় আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে একশ ছক্কা হয়ে যায় লুইসের।

দুর্দান্ত এই রেকর্ডটি লুইস গড়েন মাত্র মাত্র ৪২ ইনিংসেই।  ৪৯ ইনিংসে ছক্কার সেঞ্চুরি করে আগের রেকর্ড ছিল গেইলের। এছাড়া নিউজিল্যান্ডের কলিন মুনরো একশ ছক্কা মারেন ৫৭ ইনিংস খেলে, অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ ৭০ ইনিংস খেলে ও নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল ৭২ ইনিংস খেলে।