- খেলা
- লুইস ঝড়ে শেষ ম্যাচেও হারলো অস্ট্রেলিয়া
লুইস ঝড়ে শেষ ম্যাচেও হারলো অস্ট্রেলিয়া

শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে ক্যারিবিয়ানদের সিরিজ জয়
প্রথম তিন ম্যাচে হেরে সিরিজ হাতছাড়া হয় অস্ট্রেলিয়ার। চতুর্থ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় তুলে হোয়াইটওয়াশের লজ্জা এড়িয়েছিল অজিরা। তবে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ম্যাচেও হেরে গেল অ্যারন ফিঞ্চরা।
টসে জিতে আগে ব্যাট করে এভিন লুইসের ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৯৯ রান করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে খেলতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার ইনিংস থামে ৯ উইকেটে ১৮৩ রানে।
ওপেনিং জুটিতে আন্দ্রে ফ্লেচার ও লুইস মিলে যোগ করেন ৪০ রান। এরপর ফ্লেচার ফিরলে ক্রিস গেইলকে নিয়ে ক্যারিবীয়দের ইনিংস টানেন অভিজ্ঞ ওপেনার লুইস। গেইল যদিও ৭ বলে ২১ রানের ঝড়ো ইনিংস খেলে ফিরে যান। লুইস আউট হয়েছেন ৩৪ বলে ৭৯ রানের ইনিংস খেলে। তার ইনিংসে ছিল ৯টি ছক্কা ও ৪টি চারের মার। এরপর লেন্ডল সিমন্স ২৫ বলে ২১ ও নিকোলাস পুরান খেলেন ১৮ বলে ৩১ রানের ইনিংস। আর তাতেই বড় পুঁজি নিশ্চিত হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের।
অস্ট্রেলিয়ার হয়ে অ্যান্ড্রু টাই একাই নেন ৩টি উইকেট। আর মিচেল মার্শ ও অ্যাডাম জাম্পা নেন ২টি করে উইকেট।একটি উইকেট নেন মিচেল সোয়েপসন।
২০০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার জস ফিলিপকে (০) হারায় অস্ট্রেলিয়া। এরপর অ্যারন ফিঞ্চ ও মিচেল মার্শ মিলে অস্ট্রেলিয়ার রান বাড়ান। মার্শ ১৫ বলে ৩০ রান করে ফিরে গেলে আবারও চাপে পড়ে অস্ট্রেলিয়া। অধিনায়ক ফিঞ্চ আউট হয়েছেন ২৩ বলে ৩৪ রান করে।
ময়েসেস হেনরিকস ১৪ বলে ২১ ও ম্যাথু ওয়েড ১৮ বলে ২৬ রানের উপযোগী ইনিংস খেললেও জয় পাওয়া হয়নি অস্ট্রেলিয়ার। শেষদিকে অ্যান্ড্রু টাই ৮ বলে ১৫ ও জস হ্যাজেলউড ৫ বলে ১৩ রান করে হারের ব্যবধান কমিয়েছেন অস্ট্রেলিয়ার।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন শেলডন কটরেল ও আন্দ্রে রাসেল। একটি উইকেট্ট পেয়েছেন হেইডেন ওয়ালশ।
মন্তব্য করুন