বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত করলো অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ৫ টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আগামী ২৯শে জুলাই ঢাকায় আসছে অস্ট্রেলিয়ান ক্রিকেট দল।

৩ আগস্ট সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হওয়ার পর শেষ ম্যাচে দু'দল মাঠে নামবে আগামী ৯ আগস্ট। এই বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)। দিবা-রাত্রির প্রতিটি ম্যাচ হবে ঢাকার মিরপুর শেরেবাংলায়। অবশ্য এখনও ম্যাচ শুরুর সময়টা জানায়নি বিসিবি।

এর আগে সবশেষ ২০১৭ সালে বাংলাদেশে এসেছিল অজিরা। সেবার টাইগাদের বিপক্ষে দুটি টেস্ট খেলেছিল তারা। যেখানে একটি জিতেছিল বাংলাদেশ, অন্যটি অস্ট্রেলিয়া। সেবারই প্রথম টেস্টে অজিদের বিপক্ষে প্রথম জয় এসেছিল লাল-সবুজের প্রতিনিধিত্বকারীদের।

অস্ট্রেলিয়া ক্রিকেট দল এখন আছে ওয়েস্ট ইন্ডিজে। সেখানে টি-টোয়েন্টি খেলার পর তিনটি ওয়ানডে খেলছে তারা। সিরিজের বাকি দুই ম্যাচ খেলে চার্টাড বিমানে ঢাকা আসবে তারা। রাজধানীতে নেমেই চলবে তাদের হোটেল কোয়ারেন্টাইন। এরপর ১ আগস্ট মিরপুরে শুরু অনুশীলন।

বাংলাদেশ সফরের অস্ট্রেলিয়া দল:

অ্যারন ফিঞ্চ, অ্যাস্টন অ্যাগার, ওয়েস অ্যাগার, জেসন বেহানডর্ফ, অ্যালেক্স ক্যারি, ড্যানিয়েল ক্রিস্টিয়ান, নাথান অ্যালিস (রিজার্ভ), জস হ্যাজেলউড, মোয়াসেস হেনরিকস, মিচেল মার্শ, মিচেল স্টার্ক, বেন ম্যাকডারমট, রিলে মেরিডিথ, জশ ফিলিপে, তানভীর সাঙ্গা (রিজার্ভ), মিচেল সুয়েপসন, অ্যাস্টন টার্নার, অ্যান্ড্রু টাই, অ্যাডাম জাম্পা ও ম্যাথু ওয়েড।