- খেলা
- রিচার্লিশনের হ্যাটট্রিকে ব্রাজিলের জয়
রিচার্লিশনের হ্যাটট্রিকে ব্রাজিলের জয়

টোকিও অলিম্পিকের ফুটবলে রিচার্লিশনের হ্যাটট্রিকে জার্মানির বিপক্ষে ৪-২ গোলে জিতেছে ব্রাজিল।
টোকিও অলিম্পিকের ফুটবলে রিচার্লিশনের হ্যাটট্রিকে জার্মানির বিপক্ষে ৪-২ গোলে জিতেছে ব্রাজিল।
জার্মানির বিপক্ষে মাঠে নেমে ম্যাচের মাত্র সপ্তম মিনিটেই গোলের দেখা পায় গত আসরের চ্যাম্পিয়ন দল ব্রাজিল। রিচার্লিশনের গোলে এগিয়ে যায় দলটি। এরপর প্রথমার্ধে আরও দুটি গোলের দেখা পেয়েছে দানি আলভেসের নেতৃত্বাধীন দলটি। পরের দুটি গোলও রিচার্লিশনের।
এই হ্যাটট্রিকে দুর্দান্ত এক রেকর্ড গড়েন এভারটনের এই ফরোয়ার্ড। ২৪ বছর বয়সী এই ব্রাজিলিয়ান যা করলেন, তা ইংল্যান্ডের শীর্ষ লিগের কোনও খেলোয়াড় করতে পারেননি।
২০১৮ সালের সেপ্টেম্বরে ব্রাজিলের জার্সি প্রথমবার পরেন রিচার্লিসন। দেশের হয়ে ৩২ ম্যাচ খেলে করেছেন ১০ গোল। সম্প্রতি কোপা আমেরিকাও খেলেন তিনি।
ম্যাচের দ্বিতীয়ার্ধে দুটি গোলের দেখা পায় জার্মানি। ৫৭ মিনিটে আমিরি এবং ৮৪ মিনিটের জার্মানদের হয়ে ব্যবধান কমান আচে। আর অতিরিক্ত মিনিটের খেলায় পলিনহো গোল করলে ৪-২ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।
মন্তব্য করুন