- খেলা
- পাঁচ স্বর্ণ জিতে ড্রেসেলের বাজিমাত
পাঁচ স্বর্ণ জিতে ড্রেসেলের বাজিমাত

ছবি-টুইটার
ছেলেদের ৪*১০০ মিটার রিলেতে বিশ্বরেকর্ড গড়ে স্বর্ণ জিতেছে যুক্তরাষ্ট্র। এর মাধ্যমে পাঁচ স্বর্ণ নিয়েই বাড়ি ফিরছেন কেলেব ড্রেসেল।
এর আগে ৫০ মিটার ফ্রি-স্টাইল সাঁতারে একক আধিপত্য দেখিয়ে স্বর্ণ জিতেছেন কেলেব ড্রেসেল। তিনি সময় নিয়েছেন ২১.০৭ সেকেন্ড, ৫০ মিটার ফ্রি-স্টাইলে যা অলিম্পিক রেকর্ড। রুপা জিতেছেনফ্রান্সের ফ্লোরেন্ত মানাদুর ও ব্রাজিলের ব্রুনো ফ্রাতুস জিতেছেন ব্রোঞ্জ।
শনিবার ছেলেদের ১০০ মিটার বাটারফ্লাইয়ে স্বর্ণ জেতার পথে তিনি সময় নিয়েছেন ৪৯.৪৫ সেকেন্ড। এর আগে ২০১৯ সালের জুলাইয়ে ৪৯.৫ সেকেন্ড সময় নিয়ে বিশ্ব রেকর্ড গড়েছিলেন তিনি।
গত বুধবার ১০০ মিটার ফ্রি-স্টাইলে ৪৭.০২ সেকেন্ড সময় নিয়ে তিনি পেছনে ফেলেন কাইল চালার্সকে। ২০১৬ রিও অলিম্পিকে ৪৭.০৮ সেকেন্ড সময় নিয়ে আগের রেকর্ডটি গড়েছিলেন অস্ট্রেলিয়ান সাঁতারু।
যুক্তরাষ্ট্রের হয়ে ৪*১০০ মিটার ফ্রি-স্টাইল রিলেতে সোনা জিতেছেন ড্রেসেল। এর আগে ২০১৬ রিও অলিম্পিকেও এই ইভেন্টে সোনাজয়ী দলের সদস্য ছিলেন তিনি।
HIGH FIVE.
— #TokyoOlympics (@NBCOlympics) August 1, 2021
Caeleb Dressel leaves the #TokyoOlympics with five golds! pic.twitter.com/420YuW9AVl
মন্তব্য করুন