বাংলাদেশ সফরের জন্য দল ঘোষণা করলেও অধিনায়কের নাম নিয়ে লুকোচুরি ছিল ক্রিকেট অস্ট্রেলিয়ার। সিরিজ শুরুর একদিন আগে অধিনায়কের নাম জানিয়েছে তারা। এক বিবৃতিতে জানিয়েছে, মঙ্গলবার থেকে বাংলাদেশের বিপক্ষে শুরু হতে যাওয়া পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়ার নেতত্ব দেবেন ম্যাথু ওয়েড।

তবে ওয়েড এবারই প্রথম দলকে নেতৃত্ব দেবেন- বিষয়টা এমনও না। এর আগেও অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দিয়েছেন তিনি। গতবছর ভারতের বিপক্ষে ঘরের মাঠে একমাত্র ম্যাচটিতে অ্যারন ফিঞ্চ ও প্যাট কামিনস না থাকায়, অস্ট্রেলিয়ার ১১তম অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টি ম্যাচে নেতৃত্ব দেন এ উইকেটরক্ষক ব্যাটসম্যান।

উল্লেখ্য, বাংলাদেশ-অস্ট্রেলিয়া মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে সোমবার। সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। আর প্রতিটি ম্যাচ অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৬টায়।

বাংলাদেশের বিপক্ষে ওয়েড ব্যাট করবেন মিডল অর্ডারে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে প্রথম ম্যাচে নেমেছিলেন ওপেনিংয়ে। আর সিরিজের শেষ ম্যাচে ছয় নম্বরে ব্যাটিংয়ে নামেন। বাংলাদেশ সিরিজে ওয়েড নামবেন মিডল অর্ডারে। বিশ্বকাপ ভাবনায় মিডল অর্ডারে ব্যাট করতে চান তিনি, ‘আমার মনে হয়, আমি মিডল অর্ডারে ব্যাট করব। বিশ্বকাপের দিকে তাকিয়ে মিডল অর্ডারেই ব্যাট করব এবং সেখানে কয়েকটি ম্যাচ খেলব। এরপর বিশ্বকাপের জন্য যদি টপ অর্ডারে যেতে হয়, সেটি তো পারবই। এখানে ব্যাপারটি হলো মিডল অর্ডারে একটু সময় কাটানো ও অভ্যস্ত হওয়া।’