- খেলা
- শিগগিরই টেস্ট অবসর নিয়ে কথা বলবেন মাহমুদউল্লাহ
শিগগিরই টেস্ট অবসর নিয়ে কথা বলবেন মাহমুদউল্লাহ

মাহমুদউল্লাহ রিয়াদ
দীর্ঘ দিন পর জিম্বাবুয়ে সফরে টেস্টে ডাক পাওয়া, আটে নেমে সেঞ্চুরির পর নাটকীয়ভাবে অবসর নেওয়া নিয়ে এতদিন কোন ব্যাখ্যা দেননি মাহমুদউল্লাহ। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগে বাংলাদেশের গণমাধ্যমের সামনে হাজির হয়ে এবার তিনি জানালেন, বিষয়টি নিয়ে অতি শিগগিরই কথা বলবেন তিনি।
সোমবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে টেস্ট ‘অবসর’ বিষয়ে প্রশ্ন করা হলে মাহমুদউল্লাহ রিয়াদ এ বিষয়ে কথা বলতে আরও সময় চান। জানান, বিষয়টি নিয়ে অস্ট্রেলিয়া সিরিজ শেষ হওয়ার আগে কথা বলতে চাচ্ছেন না।
প্রায় ১৭ মাস পর জিম্বাবুয়ে সফর দিয়ে টেস্ট ক্রিকেটে ফিরেছিলেন মাহমুদউল্লাহ। যাবার আগে প্রাথমিক স্কোয়াডেও ছিলেন না তিনি। হঠাৎই তাকে দলে অন্তর্ভুক্ত করা হয়। দলে ফিরে একমাত্র টেস্টের প্রথম ইনিংসে দলের বিপর্যয়ে ব্যাট হাতে ক্যারিয়ার সেরা ১৫০ রানের ইনিংস খেলেন মাহমুদউল্লাহ। মূলত রিয়াদের এমন ইনিংসেই ভর করে বড় লিট নিয়ে ২২০ রানের বিশাল ব্যবধানে জয় তুলে নেন বাংলাদেশ।
মন্তব্য করুন