আর্টিস্টিক জিমন্যাস্টিকসে আগামীকাল মেয়েদের ব্যালান্স বিম ফাইনালে অংশ নিতে নামবেন যুক্তরাষ্ট্রের জিমন্যাস্ট সিমোন বাইলস। আমেরিকার জিমন্যাসটিক্স সংস্থার তরফ থেকে টুইট করে এমনটাই জানানো হয়েছে।

আমেরিকার জিমন্যাসটিক্স সংস্থা থেকে টুইটে বলা হয়েছে, ‘মঙ্গলবার আমেরিকার হয়ে ব্যাল্যান্স বিমের ফাইনালে সিমোনে বাইলস নামতে চলেছেন। সঙ্গে থাকবেন সানি লি। এই দুজনকে ফের একবার দেখার জন্য গোটা দেশ মুখিয়ে রয়েছে।’

ফাইনালে অংশগ্রহণকারী আটজন প্রতিযোগীর তালিকায় সিমোনের নাম রয়েছে। গত রিও অলিম্পিকে চারটি সোনা ও একটি ব্রোঞ্জ জিতেছিলেন ২৪ বছরের সিমোনে। এই ব্যাল্যান্স বিমেই জিতেছিলেন ব্রোঞ্জ। মানসিক অবসাদ কাটিয়ে অবশেষে এবার সেই বিভাগে ফের একবার পদক জয়ের লক্ষ্যে নামবেন তিনি।

মানসিক অবসাদের জন্য টোকিও অলিম্পিকের চারটি বিভাগ থেকে সরে দাঁড়িয়েছিলেন তিনি। স্বভাবতই সবাই মনে করেছিল এবারের মতো তার অভিযান শেষ। কিন্তু ঠিক এমন সময় ফের দেশের হয়ে নামবেন এই তারকা জিমন্যাস্ট।