- খেলা
- গ্যালারিতে ছক্কা গেলেই নতুন বলে খেলা
গ্যালারিতে ছক্কা গেলেই নতুন বলে খেলা

ম্যাচের আগের দিন অনুশীলনে অস্ট্রেলিয়া। ছবি-বিসিবি
বাংলাদেশে পৌঁছার আগে থেকেই বিসিবিকে নানারকম শর্ত দিয়ে এসেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। দেশে এসেও একের পর এক শর্ত দিয়ে যাচ্ছে অজিরা। সর্বশেষ শর্ত হিসেবে যোগ হয়েছে, ব্যাটসম্যান ছক্কা মেরে গ্যালারিতে বল পাঠালেই সেই বল দিয়ে আর খেলা হবে না। তখন নতুন বল দিয়ে শুরু করতে হবে খেলা। সেই ক্ষেত্রে বল পরিবর্তন হতে পারে ঘন ঘন।
আগের সব দাবির মতো এই দাবিও মেনে নিয়েছে বিসিবি। বিসিবি মেনে নিতে বাধ্য হয়েছে বললেও ভুল হবে না। সিরিজটি আয়োজন করতে মরিয়া বিসিবি ক্রিকেট অস্ট্রেলিয়ার সব শর্তই মেনে নিচ্ছে।
করোনা মহামারির মধ্যে যতগুলো সিরিজ অনুষ্টিত হয়েছে, কোনটাতেই এসব শর্ত থাকেনি। সাধারণত সুরক্ষার কথা ভেবে বল গ্যালারিতে গেলে সেটা স্যানিটাইজ করে ব্যবহার করা হয়। কিন্তু বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজে সেই বলে আর খেলা হবে না। সেটি ব্যবহার করা যেতে পারে পরের ম্যাচে।
এর আগে বিসিবিকে তিনটি কঠিন শর্ত দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া। এর মধ্যে প্রথমটি ছিল বিমানবন্দরে ইমিগ্রেশন করবে না তারা। বিশেষ ব্যবস্থায় ইমিগ্রেশন করে তাদের পাসপোর্ট তিন দিনের মধ্যে ফিরিয়ে দিতে হবে। পরেরটি ছিল, তাদের হোটেলে অন্য কোনো অতিথি থাকতে পারবে না। তিন নম্বর শর্ত ছিল, এক ভেন্যুতেই সব ম্যাচ খেলতে হবে। এ ছাড়া ১০ দিনের কোয়ারেন্টিন বাধ্যবাধকতা তো ছিলই।
মন্তব্য করুন