হাতে হাত রেখে চলা দীর্ঘ ২১ বছরের সম্পর্কটা ভেঙে গেল এক নিমেষেই। গত বৃহস্পতিবার রাতে জানা যায়, থাকার ইচ্ছে থাকলেও ক্যাম্প ন্যু ছাড়তে হচ্ছে মেসিকে। গত আগস্টে নিজেই বার্সা ছাড়তে চেয়েছিলেন। পারেননি ক্লাব কর্তৃপক্ষের জোরাজুরি আর সম্ভাব্য আইনি পথে হাঁটতে হবে বলে। কিন্তু মেসি এবার বার্সাতেই থাকতে চেয়েছেন। যখন চেয়েছিলেন যেতে পারেননি, এবার না চাইতেও যেতে হচ্ছে।

লিওনেল মেসির বার্সেলোনা ছাড়ার খবরে পুরো ফুটবল দুনিয়ায় চলছে তোলপাড়। আর্জেন্টাইন তারকাকে ছাড়ার খবর আনুষ্ঠানিকভাবে জানিয়েছে ক্লাবটি। সংবাদ সম্মেলন করেছেন প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তাও। কিন্তু সবাই অপেক্ষা ছিল মেসির জন্য, তার নিজের মুখেই সমর্থকেরা শুনতে চায় বার্সা ছাড়ার আসল কারণ।

অবশেষে আজ বাংলাদেশ সময় বিকাল ৪টায় বার্সেলোনার হয়ে সংবাদ সম্মেলনে এসেছেন মেসি। এসেই কান্নাজড়িত কন্ঠে সবাইকে ধন্যবাদ জানিয়ে মেসি বলেন, 'এভাবে বিদায় নিতে হবে কখনো ভাবিনি। মনে হয় না কেউই ভেবেছে। চেয়েছিলাম মাঠভর্তি দর্শকের শেষ একবারের অভ্যর্থনার মধ্যে বিদায় নিতে।'

বক্তব্যের শুরুতেই মেসি বলেন, '১৩ বছর বয়সে এখানে এসেছিলাম আমি। আজ ২১ বছর পর ক্লাবটা ছেড়ে যাচ্ছি। আমি, আমার স্ত্রী, আমার তিন কাতালান-আর্জেন্টাইন সন্তান...। ক্লাবটাতে যা করেছি, তা নিয়ে আমি গর্বিত।'

কোন ক্লাবে যাচ্ছেন মেসি, সাংবাদিকদের এমন প্রশ্নে মেসি জানিয়েছে, 'সত্যি বলতে আজ পর্যন্ত কারও সঙ্গেই কিছু চূড়ান্ত হয়নি। বার্সেলোনার বিবৃতি আসার পর থেকেই অনেক ফোন এসেছে, অনেক ক্লাবই আগ্রহ দেখিয়েছে। তবে এখন পর্যন্ত কোনো কিছুই চূড়ান্ত হয়নি। আমরা এ নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছি।'

মেসির কাছে জানতে চাওয়া হয়েছিল, বার্সেলোনায় তার সেরা মূহুর্ত কোনটি। আর্জেন্টিনার তারকা এই ফুটবলার জানালেন, 'এত এত মুহূর্তের মধ্যে কোন একটি বেছে নেওয়া কঠিন। কত শত দারুণ মুহূর্ত কেটেছে, কিছু কঠিন মুহূর্তও ছিল। তবে একটি বেছে নিতে হলে আমি বলব, আমার অভিষেক। সেখান থেকেই সবকিছুর শুরু, আমার প্রথম স্বপ্ন পূরণ।' 

মেসির সামনে এখন নতুন চ্যালেঞ্জ। দীর্ঘদিনের প্রিয় এই ক্লাব ছাড়ার সময়ে আবেগাব্লুত হয়ে মেসি বলেন, 'এখনো বিশ্বাস হচ্ছে না যে এই ক্লাবটা ছেড়ে যাচ্ছি। আমার জীবন পুরো বদলে যাচ্ছে। এখন আবার শূন্য থেকে শুরু করতে হবে। বড় বদল এটা, আমার পরিবারের জন্যও এই শহর ছেড়ে যাওয়া কঠিন হবে। তবে আমরা ঠিকঠাকই থাকব। কঠিন চ্যালেঞ্জ এটা, তবে এটা মেনে নিতেই হবে, নতুন করে শুরু করতে হবে।'

মেসির কাছে জানতে চাওয়া হয়েছিল, ক্যারিয়ারে সবচেয়ে কঠিন মূহুর্ত কোনটি? মেসি জানালেন, এটিই আমার ক্যারিয়ারের কঠিন মূহুর্ত। ক্যারিয়ারে অনেক মূহুর্ত এসেছে, কিন্তু সেখানে জবাব থাকে। কিন্তু এখানে আমার জবাব দেবার কিছু নেই। এই ক্লাবে আমার সময় শেষ। অবশ্যই এটা আমার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন মুহূর্ত।

পুরো ক্যারিয়ারের পুরোটা সময়েই বার্সার হয়ে খেলেছে মেসি। ছোট মেসির সেই ক্লাবে মেসি কখনো অন্যায় করেনি। আবেগতাড়িত হয়ে মেসি জানালেন, 'সমর্থকদের সঙ্গে সব ব্যাপারে সব সময়ই সৎ থেকেছি, অন্তত আমার দিক থেকে আমি থেকেছি। আমি কখনোই ক্লাবের সমর্থকদের সঙ্গে প্রতারণার চেষ্টা করিনি।'

মেসিকে জিজ্ঞেস করা হয়েছিল, বার্সা ছাড়ার আগে কোন বিদায়ী ম্যাচ খেলবেন কিনা। উত্তরে মেসি জানালেন, 'সমর্থকদের জন্য যে কোনো কিছুই করতে প্রস্তুত আমি।'

ক্যারিয়ারে অনেক অর্জন থাকলে মেসি ছাড়ছে চ্যাম্পিয়নস লিগের আক্ষেপ নিয়ে। অন্তত আরো দুটি চ্যাম্পিয়নস লিগ জিততে চেয়েছিলেন তিনি। সংবাদ সম্মেলনে মেসি জানালেন, 'আমি আরও দুটি চ্যাম্পিয়নস লিগ জিততে চাইতাম। লিভারপুলের বিপক্ষে সেমিফাইনাল (২০১৯), পেপের অধীনে চেলসির বিপক্ষে সেমিফাইনাল (২০১২)। আমার কোনো আক্ষেপ নেই, সব সময় সব কিছু নিংড়ে দিয়েই চেষ্টা করেছি। কিন্তু আমাদের খেলোয়াড়দের যে দারুণ একটা প্রজন্ম ছিল, তাতে আমরা আরও চ্যাম্পিয়নস লিগ জিততে পারতাম।'