করোনাকালীন সময়ে দেড় মৌসুম দর্শকবিহীন স্টোডিয়ামে খেলা অনুষ্ঠিত হওয়ার পর এবার আংশিক দর্শক নিয়েই স্পেনের শীর্ষ ঘরোয়া লিগ শুরু হয়েছে। আর আসরের প্রথম ম্যাচেই গেটাফকে ১-০ গোলে হারিয়েছে ভ্যালেন্সিয়া।

ঘরের মাঠে ম্যাচের তৃতীয় মিনিটেই লাল কার্ডের মুখ দেখেন ভ্যালেন্সিয়ার উগো গিগামুন। প্রথমে হলুদ কার্ড দেখালেও পরে ভিএআর চেক করে সরাসরি লালকার্ড দেখান রেফারি।

ম্যাচের ১১তম মিনিটে নিজে দের ডি বক্সে চেরিশেভকে ফাউল করলে পেনাল্টি পায় ভ্যালেন্সিয়া। স্পটকিকে আসরে গোলের খাতা শুরু করেন স্পেনের হয়ে অলিম্পিকে খেলা মিডফিল্ডার কার্লোস সলের।

 বাকি সময় আক্রমণ বাড়িয়েও আর সমতায় ফিরতে পারেনি গেটাফে। এভাবেই শেষ হয় প্রথমার্ধ। এরপর দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার জন্য খেলায় গতি বাড়ায় গেটাফে। বেশ কয়েকবার গোলের সুযোগও এসেছিল। কিন্তু বারবার ভ্যালেন্সিয়ার রক্ষণে থেমেছে তাদের আক্রমণভাগ। ফলে আর গোলও করা হয়নি। ম্যাচ শেষ ১-০ ব্যবধানেই।

আজ রাতে লা লিগায় আলাভেসের বিপক্ষে নিজেদের অভিযান শুরু করবে প্রতিযোগিতার সফলতম দল রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষের মাঠে রাত দুটোয় ম্যাচটি শুরু হবে। রোববার রাতে অভিযান শুরু করবে আসরের বর্তমান চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদ ও প্রতিযোগিতার দ্বিতীয় সফলতম দল বার্সেলোনা।