- খেলা
- মেসিদের বিপক্ষে ব্রাজিল দলে তিন নতুন মুখ
মেসিদের বিপক্ষে ব্রাজিল দলে তিন নতুন মুখ

টোকিও অলিম্পিকে সোনাজয়ী দলের ছয়জন জায়গা পেয়েছেন এই স্কোয়াডে।
কোপা আমেরিকার ফাইনালে হারের দুমাসের মধ্যেই ফের আর্জেন্টিনার মুখোমুখি হতে চলেছে ব্রাজিল। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর এবারের মহারণ বিশ্বকাপ বাছাইপর্বে। ম্যাচ মাঠে গড়াবে আসছে ৫ সেপ্টেম্বর।
লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে সেপ্টেম্বরে তিনটি ম্যাচ খেলবে ব্রাজিল। সেজন্য বেশ শক্তিশালী দলই দিয়েছেন কোচ টিটে। এ জন্য ২৫ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ তিতে। প্রথমবারের মতো ডাক পেয়েছেন ক্লদিনিও, লুকাস ভেরিসিমো ও রাফিনিয়া। জায়গা হারিয়েছেন ভিনিসিয়াস জুনিয়র।
দানি আলভেজের নেতৃত্বে সদ্য সমাপ্ত অলিম্পিকের ফাইনালে স্পেনকে হারিয়ে সোনা জিতেছে ব্রাজিল। এই তারকা রাইট ব্যাককে দলে ভিড়িয়েছেন তিতে। ইনজুরির কারণে সর্বশেষ কোপা আমেরিকা দলে জায়গা হয়নি আলভেজের।
আগামী ২ সেপ্টেম্বর চিলির বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। ৫ তারিখ তাদের প্রতিপক্ষ আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের কাছে গত ১১ জুলাই কোপা আমেরিকার ফাইনালে ১-০ ব্যবধানে হেরেছিল তারা। ৯ সেপ্টেম্বর সেলেসাওরা খেলবে পেরুর বিপক্ষে।
লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাই টেবিলে শীর্ষে আছে ব্রাজিল। কাতার বিশ্বকাপ ২০২২ এর যাত্রা নিশ্চিত করতে ৬ ম্যাচ খেলে ৬ জয়ের হাসিতে মাঠ ছেড়েছে সেলেসাওরা।
বিশ্বকাপ বাছাইপর্ব ম্যাচের জন্য ব্রাজিল দল-
গোলকিপার:
আলিসন (লিভারপুল), এদেরসন (ম্যানচেস্টার সিটি), ওয়েভারটন (পালমেইরাস)।
ডিফেন্ডার:
দানি আলভেজ (সাও পাওলো), দানিলো (জুভেন্টাস), আলেক্স সান্দ্রো (জুভেন্টাস), গিলের্মে আরানা (আটলেটিকো মিনেইরো), এদের মিলিতাও (রিয়াল মাদ্রিদ), লুকাস ভেরিসিমো (বেনফিকা), মারকিনিওস (পিএসজি), থিয়াগো সিলভা (চেলসি)।
মিডফিল্ডার:
কাসেমিরো (রিয়াল মাদ্রিদ), ফাবিনিও (লিভারপুল), ফ্রেড (ম্যানচেস্টার ইউনাইটেড), ব্রুনো গিমারেস (লিও), লুকাস পাকেতা (লিও), ক্লদিনিও (জেনিত সেন্ট পিটার্সবার্গ)।
ফরোয়ার্ড:
এভারটন রিবেইরো (ফ্লামেঙ্গো), নেইমার (পিএসজি), রিচার্লিসন (এভারটন), রাফিনিয়া (লিডস), মাতেউস কুনিয়া (হার্থা বার্লিন), রবার্তো ফিরমিনো (লিভারপুল), গাব্রিয়েল বারবোসা (ফ্লামেঙ্গো), গাব্রিয়েল জেসুস (ম্যানচেস্টার সিটি)।
মন্তব্য করুন