প্রিমিয়ার লিগে হার দিয়ে অভিযান শুরু করল আর্সেনাল। টুর্নামেন্ট ও নিজেদের প্রথম ম্যাচে নবাগত ব্রেন্টফোর্ডের কাছেই ০-২ গোলের ব্যবধানে হারতে হয়েছে গানার্সদের।

এর আগে ১৯৪৬-৪৭ মৌসুমে ইংল্যান্ডের প্রথম বিভাগ ফুটবলে অংশগ্রহণ করেছিল ব্রেন্টফোর্ড। ৭৪ বছর পর দলটি শীর্ষ লিগে ফেরায় কমিউনিটি স্টেডিয়ামে উপস্থিত ছিল ধারণক্ষমতার সমান দর্শক। ম্যাচ শেষে সবাই ফিরেছেন প্রত্যাশার থেকেও বেশি নিয়ে।

ম্যাচের শুরুতে দুই দলই ক্রমাগত আক্রমণ হানে। আর্সেনাল গোলের দরজা খুলতে না পারলেও সার্জি ক্যানোসের গোলে ২২ মিনিটে এগিয়ে যায় ব্রেন্টফোর্ডের স্প্যানিশ মিডফিল্ডার সার্জি ক্যানোস। তবে আর কোন গোল না হওয়ায় ১-০ তে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে ব্রেন্টফোর্ড।

দ্বিতীয়ার্ধের ৫১তম মিনিটে সমতায় ফেরার সুযোগ পায় আর্সেনাল। ব্রেন্টফোর্ড গোলরক্ষককে পরাস্ত করতে পারেননি স্মিথ রোয়া। ৭৩ মিনিটে ব্যবধান বাড়ায় স্বাগতিকরা। ডি-বক্সের ফাঁকায় বল পেয়ে আলতো হেডে জালে বল জড়ান ক্রিশ্চিয়ান নরগার্ড।

বুরুশিয়া পার্কে টানা দশম লিগ শিরোপার লক্ষ্যে খেলতে নেমে ম্যাচের ১০ মিনিটেই পিছিয়ে পড়ে বায়ার্ন। স্টিন্ডলের কাছ থেকে বল পেয়ে লক্ষ্যভেদ করেন অ্যালাসান প্লেয়া। ৪২ মিনিটে ২০১৯-২০ মৌসুমে উয়েফা চ্যাম্পিয়নস লিগের চ্যাম্পিয়নদের সমতায় ফেরান রবার্তে লেভানডফস্কি। দারুণ এক ভলিতে ঠিকানা খুঁজে নেন এই স্ট্রাইকার।