- খেলা
- যুক্তরাষ্ট্রে সন্তানদের সান্নিধ্যে সাকিব
যুক্তরাষ্ট্রে সন্তানদের সান্নিধ্যে সাকিব

সন্তানদের সঙ্গে সাকিব আল হাসান
ব্যস্ত সাকিব আল হাসানকে কাছে পাওয়া যেন স্ত্রী-সন্তানের কাছে ঈদের মতো। জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়া সিরিজ শেষে দীর্ঘ ৪১ দিন পর আবারও যুক্তরাষ্ট্রে ফিরেছেন সাকিব। তাকে পেয়ে উৎসবে মেতেছে সন্তানরা। দীর্ঘ দিন পর স্ত্রী-সন্তানদের কাছে পেয়ে সাকিবও উৎসবে মেতেছেন।
বরাবরের মতই নিজের ব্যক্তিগত জীবনের ছবি সামাজিক মাধ্যমে খুব একটা শেয়ার করেন না সাকিব। কিন্তু সাকিবের সহধর্মিনী উম্মে আহমেদ শিশির নিয়মিতই পরিবারের ছবি শেয়ার করে থাকেন। তারই ধারাবাহিকতায় শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন শিশির। সেখানে সাকিবকে সন্তানদের সঙ্গে হাসিমুখে দেখা যায়।
এর আগের দিন দেখা যায় সাকিব সন্তানদের সঙ্গে খেলছেন। দীর্ঘদিন পর পরিবারের সদস্যদের সঙ্গে ছোটখাটো বনভোজন করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক।
আরো কিছুদিন যুক্তরাষ্ট্রে থাকবেন সাকিব। চলতি মাসের শেষদিকে দেশে আসবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। সে সময় সিরিজ খেলতে দেশে ফিরবেন সাকিবও। এর আগে পরিবারের সঙ্গে তার সময়টা যে দারুণ কাটছে, এটা বলাই যায়।
মন্তব্য করুন