শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ২-০ ব্যবধানে হারানোর মাধ্যমে চার ম্যাচ হাতে রেখেই বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপা নিশ্চিত করেছে বসুন্ধরা কিংস। টানা দ্বিতীয় শিরোপা জেতার কারণে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিন বরাবর চিঠি লিখে বসুন্ধরা কিংসকে অভিনন্দন জানিয়েছেন ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অফিসিয়াল পেজে সেই চিঠি পোস্ট করেছে বসুন্ধরা কিংস। কিংস লিখেছে, ‘এটা আমাদের কঠোর পরিশ্রমের ফল, এর জন্য এতদিনের অপেক্ষা। অভিনন্দন বার্তার জন্য ফিফা সভাপতিকে ধন্যবাদ। বসুন্ধরা কিংস আজ গর্বিত।’

বাফুফে সভাপতিকে দেওয়া সে চিঠিতে ইনফান্তিনো বলেন, ‘বাংলাদেশে ২০২১ সালের চ্যাম্পিয়ন হওয়ায় বসুন্ধরা কিংসকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাবেন। এ শিরোপা নিশ্চয় তাদের কঠোর পরিশ্রম, আবেগ এবং প্রতিশ্রুতির ফল। গুরুত্বপূর্ণ এ অর্জনে ক্লাবের সবাই গর্বিত হবে।’

এছাড়াও চিঠিতে বাফুফে সভাপতিকে বসুন্ধরা কিংসের কাছে অভিনন্দনবার্তা পৌঁছে দেওয়ার অনুরোধ করেছেন। তিনি বলেন, ‘এ শিরোপার লড়াইয়ে জড়িত থাকা সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন পৌঁছে দেওয়ার জন্য আমি কৃতজ্ঞ। আমি সবসময়ই টিম স্পিরিট, প্যাশন এবং কঠোর পরিশ্রমের জন্য উৎসাহ প্রদান করি।’