- খেলা
- কাশ্মীর লিগে চ্যাম্পিয়ন আফ্রিদির রাওয়ালকোট
কাশ্মীর লিগে চ্যাম্পিয়ন আফ্রিদির রাওয়ালকোট

কেপিএল চ্যাম্পিয়ন শহিদ আফ্রিদির নেতৃত্বাধীন রাওলাকোট হকস
প্রথমবারের মতো আয়োজিত কাশ্মির প্রিমিয়ার লিগে (কেপিএল) চ্যাম্পিয়ন হয়েছে শহিদ আফ্রিদির নেতৃত্বাধীন রাওলাকোট হকস। মোজাফফরাবাদ ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার অনুষ্ঠিত ফাইনালে রাওলাকোট হকস ৭ রানে পরাজিত করে মোজাফফরাবাদ টাইগার্সকে।
টসে হেরে আগে ব্যাট করে রাওয়ালকোট। ব্যাট করতে নেমে নির্দিষ্ঠ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৯ রান তোলে আফ্রিদিরা। দলের হয়ে সর্বোচ্চ ৫৪ (২৯) রানের ইনিংস খেলেন কাশিফ আলী। তার ইনিংসে ছিল ৫টি চার ও ৩টি ছক্কা। এছাড়া ১৯ বলে ৩০ রান করেন বিসমিল্লাহ খান আর শাহিবজাদা ফারহান করেন ২০ বলে ২৮ রান। মুজাফফরাবাদের পক্ষে মোহাম্মদ হাফিজ নেন ২ টি উইকেট।
জবাবে দুই ওপেনার জিসান আশরাফ ও মোহাম্মদ হাফিজ মুজাফফরবাদকে এনে দিয়েছিলেন দারুণ সূচনা। দুজনের জুটি থেকে ৩৪ বলে ৫৪ রান আসার পর হাফিজের ২১ বলে ২৫ করে আউটের মাধ্যমে ভাঙে জুটি। এরপর নিয়মিত উইকেট হারাতে থাকে মুজাফফরাবাদ।
ম্যাচের শেষ ৫ বলে যখন ৯ রান লাগে মুজাফফরবাদের তখনও তাদের হাতে ছিল ৪ উইকেট। কিন্তু আসিফ আফ্রিদি শেষ পাঁচ বলে ৩ উইকেট তুলে নিয়ে রাওয়ালকোটকে এনে দেন শিরোপা। মোহাম্মদ হাফিজের মুজাফফরাবাদ থামে ৯ উইকেটে হারিয়ে ১৬১ রানে।
জয়ের পর শহিদ আফ্রিদি বলেন, তিনি তার খেলোয়াড় ও স্টাফদের নিয়ে খুবই গর্বিত। এটা তার সবচেয়ে স্মরণীয় জয়গুলোর অন্যতম।
আফ্রিদি বলেন, খুবই চমৎকারভাবে কেপিএল আয়োজন করা হয়েছে। এর বিপুল সম্ভাবনা রয়েছে।
মন্তব্য করুন