- খেলা
- টাইগারদের বিপক্ষে হ্যাটট্রিক করা এলিস খেলবেন আইপিএলে
টাইগারদের বিপক্ষে হ্যাটট্রিক করা এলিস খেলবেন আইপিএলে

নাথান এলিস। ছবি: ফাইল
অস্ট্রেলিয়ান পেসার নাথান এলিস। বাংলাদেশ সফরে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ম্যাচেই হ্যাটট্রিকের দেখা পান এ পেসার। এমন পারফরম্যান্সের পর কপাল খুলে গেছে এ অজি তারকার।
স্থগিত হয়ে যাওয়া আইপিএলের প্রথম অংশে অবিক্রিত ছিলেন এলিস। তবে বাংলাদেশের বিপক্ষে হ্যাটট্রিকের পর তাকে নিতে আগ্রহ দেখায় আইপিএলের তিনটি ফ্র্যাঞ্চাইজি। শেষ পর্যন্ত বৃহস্পতিবার রাতে পাঞ্জাব কিংসের সঙ্গে চুক্তিবদ্ধ হন নাথান এলিস। শুক্রবার পাঞ্জাব কিংসের সিইও সতিশ মেনন ক্রিকবাজকে এ খবরটি নিশ্চিত করেন।
সংযুক্ত আরব আমিরাতে আইপিএলের বাকি অংশ শেষ হওয়ার পর শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপের জন্য রিজার্ভ খেলোয়াড় হিসেবে এলিসকে রেখেই ইতোমধ্যে দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। আর জাতীয় দল থেকে এমন সংবাদ পাওয়ার পরদিনই তার আইপিএলে খেলার বিষয়টিও নিশ্চিত হলো। সব মিলিয়ে সময়টা ভালোই যাচ্ছে এলিসের।
বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে হ্যাটট্রিক তুলে নেন এলিস। সিরিজের শেষ ম্যাচেও খেলেন ২৬ বছর বয়সী এ পেসার। এখন আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্স ধরে রাখতে পারলে, বিশ্বকাপে অস্ট্রেলিয়ার মূল দলেও সুযোগ পেতে পারেন ডানহাতি এই পেসার।
মন্তব্য করুন