- খেলা
- লেভান্তের বিপক্ষে রিয়ালের হোঁচট
লেভান্তের বিপক্ষে রিয়ালের হোঁচট

জোড়া গোল করে রিয়ালের হার এড়ালেন ভিনিসিয়াস। ছবি-গেটিইমেজেস
জিততে থাকা রিয়াল মাদ্রিদ শেষ পর্যন্ত হোঁচট খেলো লেভান্তের কাছে। ম্যাচের প্রথমার্ধে একাই খেলেছিল রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়াল প্রতিপক্ষ লেভান্তে। ১২ মিনিটের মধ্যে দুই গোল করে এগিয়েও গেল। কিন্তু বদলি নেমে দুইবার সমতা ফিরিয়ে রিয়ালকে ম্যাচে রাখলেন ভিনিসিয়াস জুনিয়র। শেষটায় ১০ জন নিয়ে খেলেও কোচ কার্লো আনচেলত্তির রিয়ালকে রুখে দিল লেভান্তে।
লা লিগায় রোববার রাতে রোমাঞ্চকর ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়েছে। শুরুতেই রিয়ালকে এগিয়ে নিয়েছিলেন গ্যারেথ বেল। লেভান্তের তিন গোলদাতা রজের মার্তি, হোসে কাম্পানা ও রবের পিয়ের।
৮৭তম মিনিটে গোলরক্ষক আইতর ফের্নান্দেস সরাসরি লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় স্বাগতিক লেভান্তে। ততক্ষণে সব বদলি ব্যবহার করে ফেলায় ডিফেন্ডার রুবেন ভেসো দাঁড়ান গোলপোস্টের নিচে। কিন্তু বাকি সময়ে একটি শটও লক্ষ্য রাখতে পারেননি রিয়ালের কেউ।
পুরো ম্যাচে প্রায় ৬১ শতাংশ সময় বল দখলে রাখা রিয়াল গোলের জন্য শট নেয় মোট ২০টি, এর ৫টি ছিল লক্ষ্যে। আর লেভান্তের ৮ শটের ৪টি লক্ষ্যে ছিল।
মন্তব্য করুন