- খেলা
- মৌসুমের প্রথম জয় পেল বায়ার্ন মিউনিখ
মৌসুমের প্রথম জয় পেল বায়ার্ন মিউনিখ

জয়ের দেখা পেল বায়ার্ন। ছবি- গেটিইমেজেস
বুন্দেসলিগায় মৌসুমের প্রথম জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। কোলনকে ৩-২ গোলে হারিয়েছে বাভারিয়ানরা। এ জয়ের ফলে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলে চতুর্থ স্থানে রয়েছে বায়ার্ন। ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে উলফসবার্গ।
মিউনিখের আলিয়াঞ্জ এরিনায় প্রথমার্ধের গোল শূন্যের পর আগের ম্যাচের মত ড্রয়ের শঙ্কা জাগে বাভারিয়ানদের। তবে ৫০ মিনিটে জামাল মুসিয়ালার পাস থেকে দলকে এগিয়ে নেন রবার্ট লেভানডভস্কি। আট মিনিট পর গিনাব্রির গোলে ২-০তে এগিয়ে যায় বায়ার্ন। তবে দুই মিনিটের ব্যবধানে কোলন দুই গোল দিলে জমে ওঠে ম্যাচ।
৬০ মিনিটে মদেস্তে আর ৬২ মিনিটে মার্ক উথের গোলে স্কোর লাইন ২-২ করে কোলন। অবশ্য ৭১ মিনিটে গিনাব্রির শট জাল খুঁজে পেলে আবারও ম্যাচে ফেরে বায়ার্ন। শেষ দিকে মুলার-লেভানডভস্কির চেষ্টা ব্যর্থ হলেও মৌসুমের প্রথম জয় নিয়ে মাঠ ছাড়ে বাভারিয়ানরা।
মন্তব্য করুন