পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামীকাল বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। সিরিজটি শুরু ১ সেপ্টেম্বর থেকে। পরের চার ম্যাচ যথাক্রমে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর।

এই সিরিজকে সামনে রেখে কাল থেকে শুরু হচ্ছে ক্রিকেটারদের কোয়েরান্টাইন পর্ব। ইতোমধ্যে ক্রিকেটারদের করোনা টেস্ট হয়েছে। কালই ক্রিকেটারদের সাথে কোয়েরান্টাইনে যোগ দিবেন সাকিব আল হাসানও। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শেষে পরিবারের সঙ্গে থাকতে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান সাকিব। আগামীকাল ভোরে সাকিবের ফেরার কথা রয়েছে। কোয়ারেন্টাইন শেষে তারপর মাঠে নামবেন।

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন সাকিব। ব্যাটে বলে সেরা পারফরম্যান্সে হয়েছেন ম্যান অব দ্যা সিরিজ।  অজিদের বিপক্ষে ব্যাট হাতে করেছেন ১১৪ রান, আর বল হাতে নেন ৭ উইকেট।